শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১ জমাদিউস সানি ১৪৪৭


‘শিশু সাহিত্যে সিরাতের চর্চা সুন্দর আগামীর বার্তা দেয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিশু কিশোরদের জন্য মাসিক নকীবের দীর্ঘ দুই দশকের ধারাবাহিক পথচলা, এই পরিবারের উদ্যোগে নকীব পদক প্রদান, জাতীয় সীরাত শিশু সাহিত্য প্রতিযোগিতা, নকীব একাডেমির আত্মপ্রকাশ, নিয়মিত সাহিত্য আসর পরিচালনা এসব কার্যক্রম সাহিত্য চর্চার ক্ষেত্রে অনেক বড় মাইলফলক অর্জন বলে মন্তব্য করেছেন মাসিক নকীবের উপদেষ্টা ও পীর সাহেব খুলনা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ বিকেলে রাজধানীর শাহবাগে শিশু একাডেমি মিলনায়তনে মাসিক নকীব আয়োজিত সীরাত কার্নিভাল-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসিক নকীবের সম্পাদকমণ্ডলীর সভাপতি ইউসুফ আহমাদ মানসুরের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক আব্দুল আজিজ নোমান, সহযোগী সম্পাদক সাঈদ আবরারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে নকীব পদক ২০২৫ পেয়েছেন কবি, তাত্ত্বিক ও গবেষক মুসা আল হাফিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী এবং জাতীয় শিশু কিশোর পত্রিকা মাসিক নকীব এর সম্পাদক জিয়াউল আশরাফ। এছাড়া অনুষ্ঠানে শিশু সাহিত্য প্রতিযোগিতা'২৫ বিজয়ীদের পুরস্কার, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট এবং নকীব এর সাবেক সম্পাদকমণ্ডলীর সভাপতিগণকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, শিশু সাহিত্যে সিরাতের চর্চা সুন্দর আগামীর বার্তা দেয়। এ সময় তিনি মাসিক নকীবের দীর্ঘ দুই যুগের পথচলাকে সাধুবাদ জানান। আশা প্রকাশ করেন যে, নকীব পত্রিকার মাধ্যমে একদল শক্তিশালী সুস্থ ধারার সাহিত্যিক তৈরি হবে, যারা আগামীতে মূলধারায় সাহিত্যের ময়দানে সম্মানিত স্থান অলঙ্কৃত করবেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান ৩১৩ কোম্পানি, মুফতী হাবিবুর রহমান মিছবাহ (কুয়াকাটা) বলেন, মাসিক নকীব সাহিত্যপ্রেমীদের কাছে একটা বিপ্লব তৈরি করেছে। আগামীতেও এই ধারাবাহিকতা ধরে রাখার আশা ব্যক্ত করেন।

মাসিক নকীব এর সম্পাদক জিয়াউল আশরাফের সমন্বয়ে সীরাত কার্নিভাল-২৫ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কলরব এর প্রধান পরিচালক আলহাজ্ব রশিদ আহমদ ফেরদৌস, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা শরীফ মুহাম্মদ, নকীব সম্পাদকমণ্ডলীর সাবেক সভাপতি জোবায়ের আহমদ, অ্যাডভোকেট বরকত উল্লাহ লতিফ, মাওলানা নূরুল করীম আকরাম, শরিফুল ইসলাম রিয়াদ, মাওলানা নূরুল বশর আজিজী, জহির উদ্দিন বাবর, মাসউদুল কাদির, হুমায়ুন আইয়ুব, আহমেদ রিয়াজ, হাফেজ মাওলানা আব্দুল হামীদ খান ভাসানী, মুফতি মুহাম্মদ আমিমুল ইহসান, শাইখ নেছার আহমদ আন নাছিরী, অ্যাডভোকেট মনির হোসাইন, কবীর হুমায়ূন, নকীব সাবেক প্রধান সম্পাদক মুনতাছির আহমাদ, প্রধান সম্পাদক শেখ মাহবুবুর রহমান নাহিয়ান প্রমূখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ