ভাষাচিত্র থেকে শিগগিরই প্রকাশিত হচ্ছে মাওলানা জালাল উদ্দিন রুমির ২টি বই। “মাওলানা জালাল উদ্দিন রুমি : নির্বাচিত কবিতা” এবং “মাওলানা জালাল উদ্দিন রুমি : জীবন ও আধ্যাত্মিক যাত্রা” শীর্ষক বই দুটির প্রণেতা হাসান তারেক চৌধুরী।
> বই দুটির মুদ্রিত মূল্য ১২০০ টাকা
> প্রি-অর্ডার মূল্য ৮০০ টাকা
প্রি-অর্ডার করতে হোয়াটস্অ্যাপ করুন 01611-324644 নাম্বারে অথবা ইনবক্স করুন ভাষাচিত্র (BHASHACHITRA) পেজ-এ
বিঃদ্রঃ বিশেষ ছাড়ে প্রি-অর্ডার করা যাবে ১২ নভেম্বর ২০২৫ পর্যন্ত। বই ডেলিভারি শুরু ১৫ নভেম্বর ২০২৫।
ফ্ল্যাপ থেকে
> মাওলানা জালাল উদ্দিন রুমি : জীবন ও আধ্যাত্মিক যাত্রা
মাওলানা জালাল উদ্দিন মুহাম্মদ রুমিকে কোনো নির্দিষ্ট পরিচয়ে আবদ্ধ করা যায় না। তিনি ছিলেন একাধারে কবি, দার্শনিক, সুফি সাধক, এবং তার চেয়েও বড় কিছু—এক অনন্ত প্রেমের বার্তাবাহক। তাঁর মসনবী-ই মান’বী কেবল ইসলামী সাহিত্য নয়, বরং বিশ্বদর্শনের এক অনন্য কীর্তি।
রুমির ভাবনা ও কবিতা জাতি, ধর্ম, সংস্কৃতির সীমা অতিক্রম করে আজ সকল মানুষের আত্মার গভীরে পৌঁছে গেছে। তাঁর মৃত্যুর পর মুসলিম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু ও বৌদ্ধ ধর্মগুরুরা একইসঙ্গে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। এটাই বলে দেয়, তিনি কতটা সর্বজনীন।
এই বইটি কেবলই জালাল উদ্দিন রুমীর জীবনীগ্রন্থ নয়, বরং তাঁর ভাবনা ও হৃদয়ের গহীনে এক গভীর অনুসন্ধান। বইটিতে আমরা দেখব, বলখের প্রান্তর পেরিয়ে তাঁর বেড়ে ওঠা, পিতা ও শিক্ষকের সাহচর্যে জ্ঞানচর্চা এবং শামস-ই তাবরিজের সাহচর্যে তাঁর আধ্যাত্মিক আলোড়নের মাধ্যমে তিনি কীভাবে ধীরে ধীরে প্রেমকে আধ্যাত্মিক মুক্তির পথ তৈরি করেছিলেন।
সহজ ভাষায় লেখা, এই বই আধুনিক পাঠকের জন্য রুমিকে নতুনভাবে আবিষ্কারের এক অন্তর্মুখী আমন্ত্রণ। যারা রুমিকে খুঁজছেন, এই বইটিও খুঁজছে তাদের—যেমন রুমি নিজেই বলেন, “তুমি যা খুঁজছো, তাই-ই খুঁজছে তোমাকে।
>মাওলানা জালাল উদ্দিন রুমি : নির্বাচিত কবিতা
রুমি : প্রেমের ধর্মে নিমগ্ন এক কবি। মাওলানা জালাল উদ্দিন রুমি—একাধারে কবি, দার্শনিক, সুফি সাধক এবং তার চেয়েও বড়ো কিছু—এক অনন্ত প্রেমের বার্তাবাহক। তাঁর কবিতা কেবল শব্দ ও ছন্দের কৌশল নয়, বরং এক অন্তহীন আত্মযাত্রা, যা পাঠককে নিয়ে যায় অন্তরের গভীরে, নীরবতার অনন্ত কেন্দ্রে। রুমির জন্য কবিতা হলো আত্মার ভাষা—যেখানে প্রেমই একমাত্র ধর্ম, প্রেমই চূড়ান্ত গন্তব্য।
এই গ্রন্থে সংকলিত রুমির গজল ও কবিতাসমূহ এক অপার আধ্যাত্মিক জগৎ খুলে দেয়—যেখানে মানব-প্রেমে লুকিয়ে থাকে খোদার প্রতি আকুলতা, শামস ও রুমির সম্পর্ক হয়ে ওঠে আত্মা ও পরমাত্মার রূপক। তাঁর শব্দমালা কখনও উচ্ছ্বসিত, কখনও বিষণ্ন—তবু প্রতিটি পঙ্ক্তিতে ঝরে পড়ে প্রেমের দীপ্তি।
রুমির কবিতা নিছক সাহিত্য নয়, বরং এক আলোকময় ডাক—“তুমি যা খুঁজছো, তা আছে তোমারই ভেতরে।” শতাব্দীর ব্যবধান পেরিয়েও তাঁর কণ্ঠস্বর আজও ধ্বনিত হয় আমাদের হৃদয়ে—নীরব, গভীর, কিন্তু আশ্চর্যভাবে জীবন্ত।
এই গ্রন্থে রুমির সেই চিরকালীন বাণীসমূহ বাংলায় অনূদিত হয়েছে মর্মস্পর্শী ভাষায়, যা পাঠককে আমন্ত্রণ জানায় এক অন্তর্গত জগতের পথে, যেখানে প্রেমই পথ এবং প্রেমই প্রাপ্তি।
আরএইচ/