লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত সাড়া জাগানো সাময়িকী লেখকপত্রের অক্টোবর-ডিসেম্বর ২০২৫ সংখ্যাটি এখন বাজারে। এ নিয়ে পত্রিকাটির ২৬টি সংখ্যা প্রকাশিত হলো। বিশেষায়িত পত্রিকাটি সাত বছর ধরে প্রকাশিত হচ্ছে।
চলতি সংখ্যায় সম্প্রতি চলে যাওয়া সাতজন বিশিষ্ট লেখককে নিয়ে রয়েছে প্রধান রচনা। এতে সূচিবদ্ধ হয়েছেন আহমদ রফিক, বদরুদ্দীন উমর, যতীন সরকার, এ.জেড.এম শামসুল আলম, আল্লামা হাফেজ আহমদুল্লাহ, সৈয়দ মনজুরুল ইসলাম ও রকিব হাসান। আত্মজৈবনিক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের। মুসলিম জাহান, মাসিক মদীনা ও মাওলানা মুহিউদ্দীন খানকে নিয়ে স্মৃতিচারণ করেছেন লেখক জেহাদ উদ্দীন।
লেখক হয়ে ওঠার গল্প বলেছেন কবি ও ছড়াকার হাসান আলীম। ফিকাহশাস্ত্রে উলামায়ে দেওবন্দের অবদান তুলে ধরেছেন মুনীরুল ইসলাম। প্রকাশক হিসেবে মুখোমুখি হয়েছেন মালেক মাহমুদ। প্রকাশনা শিল্পে ‘সেলিব্রেটি প্রতারণা’ নিয়ে লিখেছেন শামসুদ্দীন সাদী। কলমযোদ্ধা এক শায়খুল হাদিসের গল্প বলেছেন মুফতি ইসমাঈল বিন সাঈদ। তারুণ্য ভাবনায় সূচিবদ্ধ হয়েছেন সেলিম হোসাইন আজাদী। প্রথম বই প্রকাশের গল্প বলেছেন আতিকুজ্জামান খান। ঝটপট বিভাগে ঝটপট উত্তর দিয়েছেন কবি জিয়া হক। তারুণ্য বিভাগে লিটলম্যাগ নিয়ে লিখেছেন ১০ তরুণ। ইসলামি বইমেলা কতটা অভিজাত হয়ে উঠেছে সেই বিশ্লেষণ করেছেন সাইমুম রিদা। এছাড়া ছড়া কবিতা, বই আলোচনাসহ অন্যান্য নিয়মিত বিভাগ তো রয়েছেই।
লেখকপত্রের চলতি সংখ্যা সংগ্রহ করা যাবে- বায়তুল মোকাররমের বই মাকের্টের হাবিবিয়া বুক ডিপো থেকে। এছাড়া বাংলাবাজারের দারুল উলুম লাইব্রেরী, চৌধুরীপাড়ায় আওয়ার ইসলামের কার্যালয় এবং যাত্রাবাড়ীর মোল্লার বই ডটকমেও পাওয়া যাবে। কমপক্ষে ১০ কপির এজেন্ট হওয়ার সুযোগ রয়েছে। সার্কুলেশন বিষয়ে যোগাযোগ করতে পারেন ০১৯১৮৭০৬০৩৫ নাম্বারে।
প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে শুরু হওয়া লেখকপত্রের সম্পাদক হিসেবে আছেন লেখক-সাংবাদিক জহির উদ্দিন বাবর। নির্বাহী সম্পাদক হিসেবে আছেন আলেম লেখক ও ছড়াকার মুনীরুল ইসলাম। এছাড়া একঝাঁক তরুণ সাময়িকীটির সঙ্গে জড়িত।
এমএম/
 
                              
                           
                              
                           
                         
                              
                          
 
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                        _medium_1761718033.jpg) 
                               
                               
                              _medium_1761140181.jpg)