ফেনীতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ইসলামি বইমেলার। আগামী ২ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ফেনী শহীদ মিনার চত্বরে এই মেলা অনুষ্ঠিত হবে।
সোমবার (৬ অক্টোবর) সকালে ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে মেলার সার্বিক প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন ফেনী সাহিত্য ফোরামের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী ডিজাইন মিডিয়া অফসেট প্রেসের মালিক ও মাসিক বিকিরণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, হেফাজত নেতা ওমর ফারুক, ফেনী জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক একরামুল হক ভূইয়া, ইসলামী আন্দোলনের নেতা জাহিদ হাসন চৌধুরীসহ ফেনী সাহিত্য ফোরামের সদস্যরা।
মেলায় ঢাকার স্বনামধন্য প্রকাশনীসমূহ অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। বইপ্রেমীদের জন্য এটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরএইচ/