বায়তুল মোকাররম প্রাঙ্গণে চলমান ইসলামি বইমেলায় সিরাত সাহিত্য ঘিরে পাঠকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। প্রকাশকদের ভাষ্য, অন্যান্য বিষয়ভিত্তিক বইয়ের চেয়ে সিরাতের বইগুলোতে পাঠকদের সাড়া অনেক বেশি। দর্শনার্থীদের ভিড়েও তার প্রতিফলন দেখা যাচ্ছে।
রাহনুমা প্রকাশনী এনেছে আটটি সিরাতগ্রন্থ। এর মধ্যে রয়েছে রাসূল সা.-এর দৈহিক বর্ণনা, প্রিয় নবীর দিন-রাত, আমল, মুজিজা এবং খুলাফায়ে রাশেদীনের যুগ নিয়ে রচিত বই। স্টলের প্রতিনিধি জানান, সিরাতভিত্তিক বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ সবচেয়ে বেশি।
মাকতাবাতুল আসলাফ এনেছে পাঁচটি গ্রন্থ এবং জানিয়েছে শিগগিরই আসছে একটি নতুন সিরাত গ্রন্থ। প্রকাশকদের মতে, তাদের উদ্দেশ্য হলো নবীজি সা. আদর্শ পাঠকের মাঝে পৌঁছে দেওয়া।
মাকতাবাতুল খিদমাহ্ এনেছে দুটি গ্রন্থ, যেখানে রয়েছে কুরআনে নবীজির উল্লেখ এবং তিনি শেষ নবী হওয়ার প্রমাণ। প্রকাশকের ভাষ্য, সিরাতের জ্ঞান মানুষের মাঝে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
শিশুদের জন্য সুকুন পাবলিশিং প্রকাশ করেছে একটি সিরাতগ্রন্থ এবং একটি ফ্ল্যাশ কার্ড। তাদের দাবি, বইটি ব্যাপক সাড়া ফেলেছে এবং গত রমজানে আরিফ আজাদ অনেককে এই বই উপহার দিয়েছেন।
পড় প্রকাশ এনেছে ১৩টি বইয়ের মধ্যে একটি সিরিজ ও একটি গ্রন্থ। সিরিজটি নবীজির স্ত্রীদের জীবনী নিয়ে এবং অপরটি সংক্ষিপ্ত জীবনীভিত্তিক। প্রকাশকের মতে, পাঠকরা যেন সহজে নবীজির জীবন সম্পর্কে জানতে পারেন - এমন লক্ষ্য থেকেই তাদের কাজ।
নাশাত পাবলিকেশন সিরাতের উপর এনেছে একটি খলিফা সিরিজ ও আটটি বই। ক্রেতাদের ভাষায়, তাদের বইগুলো পড়ে অনেক ভালো লাগছে।
সাবাহ পাবলিকেশন এনেছে দুটি বই - একটি নবীজির জীবনী এবং আরেকটি তাঁর রাজনৈতিক জীবন নিয়ে। স্টলের প্রতিনিধি বলেন, ‘সিরাতে ইবনে হিশাম মানেই পাঠকেরা আমাদের চিনে নেয়।’
এছাড়া সন্দীপন, উত্তিহাদ, দারুল ইলম, কাতেবিন, সিয়ান, মাকতাবাতুল হাসান, সমকালীন, নবপ্রকাশ, মেশক, মাকতাবাতুল আশরাফ, রুহামা, মাকতাবাতুল ফুরকান, আশরাফিয়া, ইলহাম, ইলান নুর, পেনফিল্ডসহ বেশ কয়েকটি প্রকাশনী সিরাত নিয়ে নতুন গ্রন্থ ও সিরিজ প্রকাশ করেছে। শিশুদের স্টল ‘আতফাল’ থেকেও সিরাতভিত্তিক শিশুতোষ বই প্রকাশ করা হয়েছে।
পাঠকদের মন্তব্যে উঠে এসেছে - সিরাতের বইগুলো তাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য। অনেকেই বলছেন, বাজারে নানা ধরনের বই থাকলেও নবীজি সা.-এর জীবনীভিত্তিক সাহিত্যের প্রতি চাহিদা সবসময় আলাদা। প্রকাশকরাও জানান, সিরাতভিত্তিক গ্রন্থের মাধ্যমে তারা শুধু ব্যবসা নয়, বরং উম্মাহর মাঝে নববী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন।
আরএইচ/