আন্তর্জাতিক ইসলামি বইমেলায় পাওয়া যাচ্ছে সিরাতের ব্যতিক্রমী গ্রন্থ ‘নবীজির প্রিয় ১০০’। প্রিয় নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচরণ, পছন্দ-অপছন্দ ও ব্যক্তিজীবনের নানা দিক এতে সুবিন্যস্তভাবে তুলে ধরা হয়েছে। বইটি পাওয়া যাবে মেলার ১০০ নম্বর স্টল ও অনলাইন বুকশপে।
কুরআন, হাদিস, আধুনিক বিজ্ঞান ও ছয় শতাধিক রেফারেন্সের আলোকে রচিত এ বইয়ে নবীজির প্রিয় খাদ্য, পোশাক, বাহন, পানির পাত্র থেকে শুরু করে সাহাবি, স্ত্রী, নাতি-নাতনিসহ জীবনের বহু অনুল্লিখিত দিক এক মলাটে স্থান পেয়েছে। এমনকি ইন্তেকালের পর তাঁর স্মৃতিচারণ ও প্রিয়জনদের কষ্টে ব্যথিত হওয়ার বর্ণনাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
গ্রন্থটির ভাষা প্রাঞ্জল, দলিলসমৃদ্ধ ও হৃদয়গ্রাহী। এটি কেবল একটি তথ্যভিত্তিক রচনা নয়; বরং পাঠকের হৃদয়ে নবীপ্রেম জাগ্রত করার আন্তরিক প্রয়াস। লেখক মুফতি আবদুল্লাহ তামিমের লেখা বইটি প্রকাশ করেছে তাজদিদ পাবলিকেশন।
প্রকাশনী কর্তৃপক্ষের প্রত্যাশা, ‘নবীজির প্রিয় ১০০’ প্রতিটি ঘর, মসজিদ, মাদরাসা, খানকা ও মজমায় আলোচনার বিষয় হয়ে উঠবে। পাঠকমাত্রই বইটির পাতায় পাতায় নবীজির ভালোবাসার দাস্তান আবিষ্কার করবেন।
লেখক মুফতি আবদুল্লাহ তামিম ইংরেজিতে থেকে অনার্স, আলিয়া থেকে তাফসিরে কামিল ও কওমি মাদরাসা থেকে ইফতা সম্পন্ন করেছেন। কর্মজীবন শুরু করেন কুমিল্লা জামিয়া মাদানিয়া রওজাতুল উলুমের শিক্ষাসচিব হিসেবে। এরপর দীর্ঘ নয় বছর বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করে বর্তমানে তিনি সময় টেলিভিশনের ইসলাম বিভাগ প্রধান, মারকাযুশ শায়েখ আরশাদ আল মাদানি ঢাকার ইফতা বিভাগের সিনিয়র শিক্ষক, বাংলা ইকরা একাডেমির উপদেষ্টা ও সিনিয়র ইনস্ট্রাক্টর এবং বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক মুসলিম কমিউনিটি ‘আলফাফা’-এর বাংলাদেশ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা এখন পর্যন্ত চার।
বই পরিচিতি:
বই: নবীজির প্রিয় ১০০
লেখক: মুফতি আবদুল্লাহ তামিম
প্রকাশনী: তাজদিদ পাবলিকেশন
মলাটমূল্য: ৩৪৭ টাকা
আরএইচ/