.
রাজধানীর শীর্ষস্থানীয় দীনি বিদ্যাপীঠ মিরপুরের মাদরাসা দারুর রাশাদের অধীনে পরিচালিত সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. এডুকেশন সেন্টারের ব্যবস্থাপনায় ইসলামি সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদরাসার পাঠাগারে এই সেমিনারের আয়োজন করা হয়।
মাদরাসা দারুর রাশাদের মুহতামিম, বিশিষ্ট লেখক এবং সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.-এর খলিফা মাওলানা মুহাম্মাদ সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক, সাংবাদিক ও মুহাদ্দিস মাওলানা লিয়াকত আলী।
মাওলানা এনামুল করীম ইমামের উপস্থাপনায় সেমিনারে আলোচনা করেন লেখক-সাংবাদিক জহির উদ্দিন বাবর, মুনীরুল ইসলাম, মাসউদুল কাদির, হুমায়ুন আইয়ুব, আলী হাসান তৈয়ব, রায়হান মুহাম্মদ ইবরাহীম।
আরও উপস্থিত ছিলেন কামালুদ্দীন ফারুকী, ইহতিশামুল হক, আবুল কালাম আনছারী, মিযানুর রহমান জামীল, সাঈদ ওসমান, কাজী সিকান্দার, আবু নাঈম ফয়জুল্লাহ, আনোয়ার মাহমুদ, আবু সাঈদসহ অর্ধশতাধিক লেখক, সাংবাদিক, কবি ও ছড়াকার।
মুখ্য আলোচকের আলোচনায় মাওলানা লিয়াকত আলী কল্যাণমুখী সাহিত্য সাধনার ওপর জোর দেন। আধুনিক ভাষা চর্চা ও সাহিত্য রচনায় আলেমদের আরও বেশি মনোযোগী হওয়ার তাগিদ দেন তিনি। যেকোনো লেখা যেন পাঠকের হৃদয়কে স্পর্শ করে সেভাবে লিখতে তিনি পরামর্শ দেন।
সভাপতির আলোচনা মাওলানা মুহাম্মদ সালমান মুজাহিদে আযম আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ. এবং সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.-এর মতো দরদি অন্তর নিয়ে তরুণদের লেখালেখিতে মনোনিবেশ করার তাগিদ দেন।
এ সময় তিনি দারুর রাশাদের ইদারাতুল মাআরিফ তথা সাহিত্য সাংবাদিকতা বিভাগকে আরও জোরদার করার ঘোষণার পাশাপাশি এই আন্দোলনকে স্থায়ী রূপ দিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মতো প্রতিষ্ঠানকে মহতি এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান। বেফাকের কাছে এই দাবি নিয়ে হাজির হতে তিনি তরুণদের পরামর্শ দেন।
এনএইচ/