১২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল চারটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শীলন বাংলাদেশ-এর ১২১ তম সাহিত্য সভা। সাহিত্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া কাসেম নানুতাবী ঢাকা এর শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকম সম্পাদক, কথা সাহিত্যিক মুফতি হুমায়ুন আইয়ুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মেইলের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম সভাপতি কবি মুনীরুল ইসলাম, চৌধুরীপাড়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি এনায়েত কবির, মারকাজুল ইসলাহ বাংলাদেশের প্রিন্সিপাল মুফতি কাজী সিকান্দার, কাবার পথিক ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী মুফতি সাইদুজ্জামান নূর, যাত্রাবাড়ী মাদ্রাসার শিক্ষক মুফতি আহমদ আতিক, লেখক গবেষক ও অনুবাদক মুফতি আবুল ফাতাহ কাসেমী।
পঠিত লেখার উপর আলোচনা পেশ করবেন মাসিক নকিবের সম্পাদক শিশু সাহিত্যিক কবি জিয়াউল আশরাফ। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন কবি নকীব মাহমুদ ও মোবাশ্বির হাসান সাকফি।
শীলন বাংলাদেশ-এর চেয়ারম্যান মাসউদুল কাদির বলেন, প্রায় ২৫ বছর ধরে শীলন বাংলাদেশ সাহিত্য সাংবাদিকতা নিয়ে কাজ করছে। তরুণকে সামনে এগিয়ে যাবার জন্য রসদ তৈরি করে দিচ্ছে। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২১ তম সাহিত্যসভা। আমরা তারুণ্যকে গড়বার জন্যই ধারাবাহিকভাবে এই সাহিত্য সভাকে করে যেতে চাই। বিশেষ করে মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে সাহিত্যের বীজ বপণ করে যাব ইনশাল্লাহ। যারা স্বরচিত লেখালেখিতে অভ্যস্ত আপনারা চলে আসুন, নিজেকে শাণিত করতে সাহিত্যসভার বিকল্প নেই। আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দান করুন।
এমএইচ/