|| আবুল মায়ামিন আশরাফী ||
মানবসভ্যতার শ্রেষ্ঠ গৌরব, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর পবিত্র জীবনকথাই হলো সিরাত। একজন মুসলিমের জন্য সিরাত পাঠ শুধু প্রয়োজনই নয়, বরং অপরিহার্য। কারণ, সিরাতের সৌরভে নিজেকে সুরভিত করা ছাড়া আলোকিত জীবন গড়া সম্ভব নয়।
কেন সিরাত পাঠ জরুরি?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে কী উপহার দিয়েছেন?
কেন তিনি যুগে যুগে প্রাসঙ্গিক?
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাঁর অবদান আসলে কী?
হাজার বছর ধরে উলামায়ে কেরাম সিরাত নিয়ে গবেষণা করেছেন কোন প্রেরণায়?
তারা সারাজীবন সিরাতচর্চায় নিমগ্ন থেকেছেন কিসের আশায়?
বর্বর আরবজাতিকে কেন মানবজাতির পথপ্রদর্শক হিসেবে বেছে নেওয়া হলো?
সর্বোপরি, আরবরা কীভাবে সমগ্র পৃথিবীতে মর্যাদা অর্জন করল?
উপরের প্রতিটি প্রশ্নের সুন্দর ও সহজ উত্তর পাওয়া যাবে “সিরাত বোঝার পূর্বপাঠ” গ্রন্থে।
বইটি সম্পর্কে
“সিরাত বোঝার পূর্বপাঠ” এক অনন্য সিরাতগ্রন্থ। এটি এমনভাবে লেখা হয়েছে যে, পাঠক এক বসাতেই পড়ে শেষ করতে পারবেন। বইটির মূল রচয়িতা মদীনা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. ইয়াহইয়া বিন ইবরাহীম ইয়াহইয়া। আরবি থেকে প্রাঞ্জল ও সহজবোধ্য বাংলায় অনুবাদ করেছেন প্রখ্যাত মুহাদ্দিস, লেখক ও খতীব আব্দুল্লাহ আলমামুন আশরাফী।
বইটিতে রয়েছে ১০টি অধ্যায়। প্রতিটি অধ্যায় শেষে পাঠকের সামনে উন্মোচিত হবে সিরাতের নতুন নতুন সৌন্দর্য ও দিকনির্দেশনা। নিঃসন্দেহে এটি পাঠকের সিরাতপাঠের আগ্রহ বাড়াবে এবং সমাজকে সিরাতের আলোয় আলোকিত করতে কার্যকর ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।
এক নজরে
বইয়ের নাম: সিরাত বোঝার পূর্বপাঠ
মূল গ্রন্থকার: ড. ইয়াহইয়া বিন ইবরাহীম ইয়াহইয়া
অনুবাদক: আব্দুল্লাহ আলমামুন আশরাফী
প্রকাশক: আল আমীন রিসার্চ পাবলিকেশন
প্রচ্ছদ: নান্দনিক গ্রাফিক্স এন্ড প্রিন্টার্স
পৃষ্ঠা সংখ্যা: ১১২
মূল্য: ১৫০ টাকা
পরিবেশক: ইলমিয়া কুতুবখানা
ঠিকানা: ১১/১ ইসলামি টাওয়ার, বাংলাবাজার, ঢাকা -১১০০
যোগাযোগ: +880 1965-325191
এসএকে/