শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ১৭ ফিলিস্তিনি খানকায়ে আহমদিয়ার ২৭তম আধ্যাত্মিক কোর্স সফলভাবে সম্পন্ন মিটফোর্ড হত্যাকাণ্ডে দুই এজাহারনামীয় আসামি গ্রেপ্তার: জানাল র‍্যাব তীব্র গরমে হাতে তৈরি এয়ার কুলারই ভরসা আফগান ট্যাক্সিচালকদের ‘নতুন করে কাউকে ফ্যাসিবাদী হতে দেবো না’ — রিফাত রশিদ প্রশাসনিক ব্যর্থতায় আইনশৃঙ্খলার চরম অবনতি : যুবদল সভাপতি জুলাই গণ-অভ্যুত্থানে যুব আলেম ও ওলামাদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে হবে আপনাদেরকে মানুষ পালানোর সুযোগও দেবে না, বিএনপিকে বৈষম্যবিরোধীর নেতা ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারে পাগল হয়েছে বিএনপি: গয়েশ্বর নোয়াখালীতে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও বাড়ছে দুর্ভোগ

আবুল ফাতাহ কাসেমীর নতুন বইয়ের মোড়ক উম্মোচন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিশ্রুতিশীল লেখক, সফল অনুবাদক ও মুহাদ্দিস মুফতি আবুল ফাতাহ কাসেমীর নতুন দু’টি বই "ইসলামী অর্থনীতির মৌলিক ধারণা" ও "নামে মুহাম্মাদ, মুহাম্মাদ নামের শত মনীষী" বইয়ের মোড়ক উন্মোচন হবে আগামীকাল। বরাবরের মতো লেখকের এ বই দু’টি প্রকাশ করেছে বাংলাবাজারের অনন্যধর্মী প্রতিষ্ঠান মাকতাবাতুল খিদমাহ। 

আগামীকাল (২৪ মে শনিবার) বিকাল ৪ টায় রাজধানীর রামপুরায় অবস্থিত জামিয়া কাসেম নানুতবী’র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন জামিয়া কাসেম নানুতবী’র মুহতামিম মাওলানা ইমদাদুল ইসলাম ।

এছাড়া মহতি অনুষ্ঠানটিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বরেণ্য লেখক ও ভাষাবিদ,শায়খুল হাদিস মাওলানা আবু তাহের রাহমানি।নন্দিত লেখক, সিরাত গবেষক, শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। দারুল উলুম বনশ্রী’র শাইখুল হাদীস মাওলানা আবদুর রহীম কাসেমী। শিশু সাহিত্যিক ও মুহাদ্দিস মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী। ফাতিমাতুয যাহরা মহিলা মাদরাসা রামপুরা‘র মুহতামিম মাওলানা মাহমুদ জাকির। প্রখ্যাত ইসলামী অর্থনীতিবিদ মুফতী আবদুল্লাহ মাসুম। বরেণ্য লেখক ও আলেম সাংবাদিক মাওলানা জহির উদ্দীন বাবর। আওয়ার ইসলাম সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব। সময় টিভি’র সাব এডিটর মাওলানা আবদুল্লাহ তামিম ।  

লেখক গবেষক মাওলানা আমিমুল ইহসান । শীলন বাংলাদেশ’র প্রেসিডেন্ট মাওলানা মাসউদুল কাদির। বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম’র সভাপতি মাওলানা কবি মনিরুল ইসলাম। মাকতাবাতুল খিদমাহ’র প্রকাশক মাওলানা আবদুল মান্নান প্রমুখ।

অনুবাদক মুফতি আবুল ফাতাহ কাসেমী বলেন, বক্ষমান একটি গ্রন্থ ‘ইসলামী নেযামে মায়িশাত কে চান্দ উসূল’ কিতাবের অনুবাদ। বাংলা নাম ইসলামী অর্থনীতির মৌলিক ধারণা। এটি প্রথম ১৯৭০ সালে প্রকাশিত হয়। ১৩৮৯ হিজরিতে উপমহাদেশের প্রখ্যাত ফকিহ মুফতি শফি রহ. কর্তৃক এ কিতাবের কয়েকটি অংশ পূর্ণ নিরক্ষণের পর মাসিক আল বালাগ পত্রিকার সফর ও রবিউল আউয়াল ১৩৮৯ হিজরি সংখ্যায় দুই কিস্তিতে ছাপা হয়। এর লেখক সত্তরের দশকের প্রখ্যাত আলেম গবেষক লেখক। মাওলানা নুর মুহাম্মদ আজমী রহ.। 


গ্রন্থটির উপকারিতা ও গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশের আঞ্চলিক কওমি মাদরাসা শিক্ষা বোর্ড আনজুমানে ইত্তিহাদুল মাদারিসিল কাওমিয়্যাহ এর কর্তৃপক্ষ তাদের অধিনে পরিচালিত মাদরাসাগুলোতে হিদায়া জামাতের পাঠ্য তালিকায় অন্তর্ভূক্ত করেছেন। এ ছাড়াও বিভিন্ন মাদরাসায় অঘোষিতভাবে এ গ্রন্থটি পাঠ্য তালিকায় রয়েছে।

 
অনুবাদক কাসেমী আরো বলেন, কয়েকদিন পূর্বে আমার প্রিয় ব্যক্তিত্ব ইসলামী অর্থনীতিবিদ জামিয়া শরইয়্যাহ মালিবাগের সহকারী মুফতি মুহতারাম মাওলানা আব্দুল্লাহ মাসুম হাফি. এর সঙ্গে কথা প্রসঙ্গে এ বিষয়ে আলাপ করলে তিনি বিভিন্ন পরামর্শ দিয়ে টিকা টিপ্পনিসহ এটি প্রকাশ করতে বলেন। ইসলামী অর্থনীতির মূল থিম ও দর্শনকে প্রাঞ্জল ও সাবলীল ভাষায় উপস্থাপনের চেষ্টা করা হয়েছে এ বইটিতে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ