মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রাইমারিতে এবার কুরআন শিক্ষক নিয়োগ চূড়ান্ত হোক ন্যায়ের শিরায় আজ বিষধারা প্রবাহিত সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি

কক্সবাজার রামু রাজারকুল মাদ্রাসায় ২দিনব্যাপী বাংলা ভাষা ও সাংবাদিকতা কোর্স সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

এতদঞ্চলের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাকেন্দ্র রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসায় ২দিনব্যাপী বাংলা ভাষা ও সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।

বুধবার (  ১২ মার্চ) শুরু হওয়া ২ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।

ভাষা সাহিত্যে প্রাজ্ঞ, সাংবাদিকতায় অভিজ্ঞ একনিষ্ঠ দাঈ ও আদর্শ কলমসৈনিক তৈরির লক্ষ্যে মাদ্রাসার তত্ত্বাবধানে প্রাক্তন ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় এ কোর্সের আয়োজন করা হয়। এতে প্রশিক্ষকমণ্ডলীর মধ্যে ছিলেন, বার্তা ২৪ডটকম'র সহকারী সম্পাদক মাওলানা মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের বার্তা সম্পাদক ও লেখকপত্র সম্পাদক মাওলানা জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব।

মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সাংবাদিকতা কোর্সের এ অনুষ্ঠানে আলোচকবৃন্দ বলেন, মাতৃভাষা বাংলার যথার্থ চর্চা এবং সুস্থধারার সাহিত্য-সংস্কৃতি ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার বিকাশধারায় এমন উদ্যোগের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এ কোর্সে প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঈমানদীপ্ত স্বকীয় বৈশিষ্ট্যে লেখালেখি ও শিল্প-সাহিত্যের ময়দানে কাজ করতে হবে। অপসংস্কৃতি ও হলুদ সাংবাদিকতার কবল থেকে জাতিকে মুক্ত করতে সুস্থধারার সাহিত্য-সংস্কৃতি চর্চা ও সত্যনিষ্ঠ লিখনী চালিয়ে যেতে হবে।

প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি, পুষ্পকলি সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর ও সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক কওছর,

এছাড়াও বক্তব্য রাখেন,শিক্ষা পরিচালক মাওলানা শফিউল আলম, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা কাযী মোহাম্মদ এরশাদুল্লাহ, মা'হাদ আন-নিবরাসের পরিচালক মাওলানা জিয়াউল হক, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, রামু লেখক ফোরাম সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান।

তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসায় চলমান ২০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক, ঢাকা মাদ্রাসা দারুর রাশাদের শিক্ষক মুফতি আব্দুল আজিজ কাসেমী, মাসিক নকীবের সহযোগী সম্পাদক মাওলানা সাঈদ আবরার নদভী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা নুর মুহাম্মদ। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী, স্কুল শিক্ষক আতিকুর রহমান, সাহিত্যকলি সম্পাদক অলি উল্লাহ আরজু, নবীন লিখিয়ে হাফেজ জয়নাল আবেদীন, হাফেজ সাঈদ হোসাইন।

২দিনব্যাপী বাংলা ভাষা ও সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্সে নবীণ-প্রবীণ আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক-সাহিত্যিক ও নবীন লিখিয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নারনা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ