মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রাইমারিতে এবার কুরআন শিক্ষক নিয়োগ চূড়ান্ত হোক ন্যায়ের শিরায় আজ বিষধারা প্রবাহিত সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি

মাসউদুল কাদিরের সাহাবা গল্প সিরিজের চতুর্থ বই ‘মাবরুক সাহাবা’ বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুল কাদিরের ছোটদের সাহাবা গল্প সিরিজের চতুর্থ বই ‘মাবরুক সাহাবা’ প্রকাশিত হয়েছে।বইটি এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে। বইটি প্রকাশ হয়েছে বিশ্বকল্যাণ পাবলিকেশন্স থেকে।

প্রকাশনা সংস্থাটির সত্ত্বাধিকারী মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছোটদের সাহাবা সিরিজের চতুর্থ বই মাবরুক সাহাবা। শিশুদের বই। মনে নাড়া দেয়ার মতো সাহাবা গল্প দিয়ে বইটি তৈরী করেছেন শিশুসাহিত্যিক ও ছড়াশিল্পী মাসউদুল কাদির। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর সাহাবাদের গল্পগুলোই এতে স্থান পেয়েছে। শিশুমনে আনন্দ দেওয়ার মতো গল্প। নবীজীর হাদিস ও সাহাবাজীবনের অনুষঙ্গ নিয়ে দারুণ মুন্সিয়ানার সঙ্গে গল্প গেঁথেছেন তিনি।

ছোটদের সাহাবা সিরিজের চতুর্থ বই 'মাবরুক সাহাবা' বইয়ে নবীসঙ্গীদের ত্যাগ ও ইসলামের জন্য তাদের সাধনার কাহিনী চমৎকার চিত্রায়নও করেছেন লেখক। প্রায় দুই যুগ ধরে শিশুসাহিত্য নিয়ে কাজের অভিজ্ঞতার ঝলক আছে বইটিতে। তিনি নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছেন। বাজারে শিশুসাহিত্যের বিরাট ঘাটতি কিছুটা হলেও ছোটদের সাহাবা সিরিজ মেটাবে। আমি বইটির উত্তরোত্তর সমৃদ্ধি ও বহুল প্রচার কামনা করছি। বইটি পাওয়া যাবে একুশে বইমেলার বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের ৫০৭ নং স্টলে। এছাড়াও রকমারিসহ সব অনলাইন  শপ থেকেও বইটি সংগ্রহ করা যাবে। 

মাবরুক সাহাবা

মাসউদুল কাদির

ধরন : সাহাবা গল্প (ছোটদের সাহাবা সিরিজ-৪)
প্রচ্ছদ : রাদিবিল্লাহ
নাম লিপি : ইলিয়াস হোসাইন
পৃষ্ঠা : ৯৬
কাগজ : অফসেট
মুদ্রিত মূল্য : ২০০ টাকা
বই সংগ্রহ করতে যোগাযোগ করুন-০১৯৭৭৭৭৩৭৩৫, ০১৯১৩০৫৩৩৭৪ (হোয়াটসঅ্যাপ)
প্রকাশক : মুহাম্মদ সাইফুল ইসলাম
প্রকাশনা সংস্থা : বিশ্বকল্যাণ পাবলিকেশন্স
অনলাইন শপ : রকমারি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ