শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭


জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা ও নাশিদ সন্ধ্যা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||আবদুর রউফ আশরাফ|| 

তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা হবিগঞ্জের উদ্যোগে জুলাই ‘২৪ গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে আলোচনা-দোয়া মাহফিল ও নাশিদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

জানা যায়, অনুষ্ঠানটি আগামীকাল (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) আসরের পর হতে শুরু হবে। হবিগঞ্জের নতুন বাস টার্মিনাল সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানটি হবে।

মাহফিলে আলোচনা পেশ করবেন, লেখক ও গবেষক, অনলাইন একটিভিস্ট রুহুল আমীন সাদী (সাইমুম সাদী), সাহিত্যিক ও কলামিষ্ট সাবের চৌধুরী, মাওলানা আইয়ূব বিন সিদ্দীক, মাওলানা লোকমান সাদী,মাওলানা মাসউদুর রহমান চৌধুরি বেলাল,মাওলানা জাবের আল হুদা চৌধুরী, হাফেজ মাওলানা তাসনীমুল হক,মাওলানা হাম্মাদ আমীন, মাওলানা আব্দুর রকিব হক্কানী,আলহাজ্ব শামছুল হুদা, সমন্বয়ক এনামুল হক সাকিব, সমন্বয়ক ইশতিয়াক আহমেদ খান।

এছাড়া আলোচনা ও দোয়া মাহফিল শেষে নাশিদ সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠী থেকে মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান, আহমদ আব্দুল্লাহ, সালমান সাদী, ইলিয়াস আমিন, ইকবাল মাহমুদ, হুসাইন আদনান, তাওহিদ জামিলসহ আরও অনেক জনপ্রিয় শিল্পী। 

উক্ত বর্ণাঢ্য আয়োজনে সভাপতিত্ব করবেন তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফেজ ক্বারী মাহমুদ আল-হাসান। তিনি সকলকে এই মাহফিলে আমন্ত্রণ জানিয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ