।।নুর আলম সিদ্দিকী।।
লেখক অনুবাদক শিক্ষক মাওলানা লিয়াকত আলী মাসউদের অনূদিত “নামায: জানা অজানা তত্ত্ব রহস্য” বইয়ের পাঠ উন্মোচন হয়েছে। বইটির মুল লেখক পাকিস্তনের পীর জুলফিকার আহমদ নকশেবন্দী।
শনিবার (১৮নভেম্বর)সন্ধ্যায় আওয়ার ইসলাম মিলনায়তনে কিশোরগঞ্জের আলেম উলামা ও লেখক সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাওলানা লিয়াকত আলী মাসউদ বলেন, এরূপ হাজারো জানা-অজানা তত্ত্ব ও রহস্যমূলক প্রশ্নের জবাব রয়েছে বক্ষমান গ্রন্থটিতে। লেখক প্রাণান্তকর চেষ্টা করেছেন নামাযের তাৎপর্য, নিগূঢ় রহস্য, সর্বোপরি নামাজের বাস্তব রূপায়ণ অঙ্কনের।
সম্মানিত পাঠক, সকাশে অধমের প্রত্যাশা ও অভিলাষ, আপনাদের নেক দুআতে প্রকাশক, অনুবাদক ও সহযোগী সব্বাইকে স্মরণে রাখবেন।
সভাপতি হিসেবে উপস্হিত ছিলেন আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব।

উপস্হিত ছিলেন, রাজধানীর বাড্ডা দারুল জান্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা রেজাউল করিম, ঢাকায় অবস্হিদত জামিআ ইসলামিয়ার শিক্ষাসচিব মুফতি সুহাইল আব্দুল কাইয়ুম, নারায়নগন্জের জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাত মাদরাসার শিক্ষাসচিব মুফতি নূর মুহাম্মদ রাহমানি, ঢাকার উত্তর বাড্ডায় অবস্হিত মারকাযুল মাআরিফের শিক্ষক মাওলানা আবু রাইহান, রুপসী বাংলা পাবলিকেশন্স’র প্রকাশক খায়রুল ইসলাম প্রমুখ।
এনএ/
                              
                          
                              
                          
                        
                              
                          