ইলেকট্রিক কেটলি সঠিকভাবে ব্যবহার করলে সময় ও পরিশ্রম দুটোই বাঁচে। তবে সামান্য অসাবধানতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে—যেমন শর্ট সার্কিট, আগুন লাগা কিংবা কেটলি নষ্ট হয়ে যাওয়া। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া–এর এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা এ বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন।
এড়িয়ে চলার ভুলগুলো
অতিরিক্ত পানি দেওয়া
কেটলির গায়ে একটি ‘MAX’ লেভেল দেওয়া থাকে। এর বেশি পানি দিলে তা ফুটে উপচে পড়তে পারে এবং দুর্ঘটনা ঘটাতে পারে। তাই সবসময় নির্দেশিত পরিমাণ পানি ব্যবহার করুন।
ভেজা বেসে ব্যবহার
কেটলির নিচে পানি লেগে থাকলে বিদ্যুৎচালু করার সময় শর্ট সার্কিট হতে পারে। তাই প্রতিবার ব্যবহার করার আগে বেস ভালোভাবে শুকনো আছে কিনা নিশ্চিত করুন।
পানি ছাড়া অন্য কিছু গরম করা
অনেকেই দুধ, কফি বা স্যুপ গরম করতে কেটলি ব্যবহার করেন। অথচ কেটলি শুধুমাত্র পানি গরমের জন্য তৈরি। অন্য কিছু দিলে যন্ত্র নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি থাকে।
কেটলি চালু রেখে ভুলে যাওয়া
দীর্ঘ সময় চালু থাকলে কেটলি অতিরিক্ত গরম হয়ে যায়। যদিও অনেক কেটলিতে অটো শাটডাউন ফিচার থাকে, তারপরও ব্যবহারের পর নিজে নিশ্চিত হয়ে নিন কেটলি বন্ধ করা হয়েছে কি না।
এনএইচ/