রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭


সুনামগঞ্জে খেলাফত মজলিসের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, প্রচলিত সমাজ কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে আদর্শহীন, সুবিধাবাদী, দুর্নীতিপরায়ণ, অসৎ ও স্বৈরাচারী নেতৃত্বের অবসান ঘটিয়ে জনগণের আস্থাভাজন সৎ,আদর্শবান নেতৃত্ব ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং চলমান রাজনৈতিক বাস্তবতায় সমাজ-রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসন কায়েমে সর্বত্র বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার  উদ্যোগে শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত সংগঠনের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জেলা সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম ও মাওলানা আখতার হুসাইন আতিক - এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান,কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল করীম।

বিশেষ অতিথির বক্তব্যে নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি, আজও ওসমান হাদির মতো সত্যিকারের দেশপ্রেমিকরা সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন, যা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অত্যন্ত দুঃখজনক। তাই আমরা অবিলম্বে হাদির খুনিদের বিচার,আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানাচ্ছি। 

সুনামগঞ্জ শহরস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাখাওয়াত হোসেন মোহন সুনামগঞ্জ - ২, হাফিজ মাওলানা আব্দুল কাদির সুনামগঞ্জ - ৫, অ্যাডভোকেট মো. ফজর আলী সুনামগঞ্জ - ১।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি মাওলানা ছদরুল আমীন, মো. মোস্তফা কামাল, মাওলানা খলিল আহমদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মো. শাহীন, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা মাস্টার মকবুল হোসেন, সুনামগঞ্জ জেলা সহ প্রচার সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার, সমাজ কল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, সিলেট মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাসুক আহমদ, সুনামগঞ্জ জেলা অফিস সম্পাদক মাওলানা আলী খান, সহ অফিস সম্পাদক মাওলানা আতাউল হক, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নূরুল ঈমান, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ, সহ দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আলী আকবর, ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী, যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি কে এম মোশাহিদ আলী, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা নির্বাহী সদস্য ও ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত,নির্বাহী সদস্য ও দোয়ারা বাজার উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হক, নির্বাহী সদস্য মাওলানা জহিরুল ইসলাম, হাফিজ মাওলানা আলমগীর হোসাইন, নির্বাহী সদস্য ও ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিন, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আবু তালহা, ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান, খেলাফত মজলিস বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বাতিন, দিরাই উপজেলা সভাপতি মাওলানা হারুনুর রশীদ,দোয়ারা বাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদ, সুনামগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আহমদ,সিলেট কোতোয়ালি পশ্চিম থানা সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ,জগন্নাথপুর পৌর সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক,তাহিরপুর উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ জহিরুল ইসলাম,বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান,দিরাই পৌর আহ্বায়ক মাওলানা আবিদ নূর,শ্রমিক মজলিস সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম,খেলাফত মজলিস ছাতক উপজেলা সহ সভাপতি কে এম সালেহ আহমদ,দোয়ারা উপজেলা উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান,শান্তিগঞ্জ উপজেলা সহ সভাপতি হাফিজ মাওলানা রশীদ আহমদ,ছাতক উপজেলা সহ সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাই,জালালাবাদ থানা সহ সভাপতি ইঞ্জিনিয়ার ই এইচ শামীম ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ