বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ।। ৩ পৌষ ১৪৩২ ।। ২৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আজ ১৮ই ডিসেম্বর, আন্তর্জাতিক আরবি ভাষা দিবস আজ ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চালু থাকতে পা‌রে হজ–ওমরাহের সময় শিশু নিরাপত্তায় সউদীতে চালু বিশেষ ব্রেসলেট বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ গাজায় আগ্রাসন শুরুর পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা ৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত: হাসনাত ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠক করতে যুক্তরাজ্যে গেলেন জামায়াত আমির মাওলানা খালেদ সাইফুল্লাহকে একটি প্রাডো ব্র্যান্ডের গাড়ি উপহার দিয়েছেন এক ভক্ত তারেক রহমানের ফ্লাইটে দেশে ফিরতে নেতাকর্মীদের হিড়িক, সব টিকিট বিক্রি নির্বাচনকে কেন্দ্র করে ভারতের 'নসিহত' অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

যে দোয়ায় বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে নিরাপদ থাকবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম

।। বিন ইয়ামিন ।।

বর্তমান সময়ে আতঙ্কের আরেক নাম- রাসেল ভাইপার। এক সময়ের বিলুপ্ত বিষধর সাপ রাসেল ভাইপার ক্রমেই যেন রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে দেশব্যাপী। ছড়িয়ে পড়েছে প্রায় ২৫ জেলারও বেশি। বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির খোঁজ মিলছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর এমনকি ঢাকার আশপাশেও। চলতি বছর এ সাপের কামড়ে মারা গেছেন ১০ জন। রাসেল ভাইপার সাপ চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশজুড়ে এখন ভয়ঙ্কর এই সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনকহারে।

চলুন জেনে নিই, বিষধর ও হিংস্র সাপের দংশন থেকে বাঁচার দোয়াঃ

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়াটি যারা নিয়মতি সকাল-বিকাল আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিষাক্ত পোকা-মাকড় ও যাবতীয় হিংস্র প্রাণীর আক্রমণ থেকে হেফাজত করবেন।

দোয়াটি হলো-

أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ.

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিং শাররি মা খালাক্বা।

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কালেমা সমূহের মাধ্যমে তাঁর সৃষ্টির যাবতীয় অনিষ্টকারীতা থেকে আশ্রয় প্রার্থনা করছি।

 

হাদিসে ঘোষিত এ দোয়ার ফজিলত:

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন একবার এক লোককে বিচ্ছু দংশন করলে লোকটি ব্যথার কারণে রাতে ঘুমাতে পারল না, সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিষয়টি জানালে তিনি বললেন, যদি সন্ধ্যা বেলায় এ দোয়াটি পড়তে তাহলে সকাল পর্যন্ত বিচ্ছুর দংশন তাকে কোনো ক্ষতি করতে পারতো না। ( আহমাদ ২/২৯০; ৭৮৯৮, সহীহুত তিরমিজি ৩/১৮৭, সহীহ ইবনু মাজাহ ২/২৬৬, হিসনুল মুসলিম ২০.২৩ )

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ