সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনায় পর্তুগাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে পর্তুগাল। দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর কার্যালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। টাইমস অব ইসরায়েল এ খবর প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠক চলাকালীন সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এ বিষয়ে পর্তুগিজ প্রেসিডেন্ট ও পার্লামেন্টের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে।

পর্তুগাল হলো সর্বশেষ পশ্চিমা শক্তি যারা ফিলিস্তিনি সার্বভৌমত্বের প্রশ্নে ইতিবাচক অবস্থান নিচ্ছে। এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা থেকেও একই ধরনের পরিকল্পনার ইঙ্গিত এসেছে।

কানাডার প্রেসিডেন্ট এক সংবাদ সম্মেলনে বলেন, ফিলিস্তিনে মানবিক পরিস্থিতির অবনতি হচ্ছে। তিনি জানান, ফিলিস্তিনকে স্বীকৃতির জন্য শর্তসাপেক্ষ পরিকল্পনা রয়েছে, যার মধ্যে রয়েছে– শাসনব্যবস্থায় সংস্কার, হামাসকে বাদ দিয়ে ২০২৬ সালে নির্বাচন এবং ভূখণ্ড নিরস্ত্রীকরণ।

এছাড়া ফ্রান্স ও যুক্তরাজ্যের শীর্ষ নেতারাও শর্তসাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতির ব্যাপারে ইতিবাচক বক্তব্য দিয়েছেন।

উল্লেখ্য, বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে প্রায় ১৫০টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ