ভারতে উত্তর প্রদেশ সরকারের মাদরাসাবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে বড় রায় দিল এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ। আদালত শ্রাবস্তীতে সরকার কর্তৃক সিল করে দেওয়া ৩০টি দীনি মাদরাসা অবিলম্বে খোলার নির্দেশ দিয়েছে এবং শিক্ষা কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
বিচারপতি পঙ্কজ ভাটিয়ার বেঞ্চ মামলাটির (মামলা নং ৫৫২১/২০২৫, WRIC) শুনানি শেষে এই নির্দেশ দেন।
জমিয়তের মহাসচিবের পক্ষ থেকে সর্বভারতীয় জমিয়তে উলামা হিন্দের মাওলানা হাকিমুদ্দিন কাসেমি, মাওলানা তারিক সভাপতি মাওলানা মাহমুদ মাদনীর নির্দেশে গঠিত আইনজীবীদের দল মামলাটি লড়েন।
দলে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট প্রশান্ত চন্দ্রা, অ্যাডভোকেট অবিরল রাজ সিং ও অ্যাডভোকেট আলি মুঈদ।
সরকারের দেওয়া নোটিশ চ্যালেঞ্জ করে আবেদনকারীরা জানিয়েছিলেন, তাদের ধর্মীয় শিক্ষা প্রদানে বাধা দেওয়া হয়েছে এবং কোনো শুনানির সুযোগও দেওয়া হয়নি।
এর আগে ৭ জুন হাইকোর্ট মাদরাসাগুলোর ভাঙচুরে অস্থায়ী স্থগিতাদেশ দিয়ে বলেছিল।
মাওলানা জুনায়েদ আহমদ ও মাওলানা আবদুল মান্নান কাসেমি মাদরাসা ও আইনজীবীদের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করেন।
মাওলানা মাহমুদ মাদনী বলেন, এই রায় মাদরাসার সুরক্ষার পাশাপাশি ন্যায়বিচার ও ভারতের সংবিধানেরও বিজয়। মাদরাসা দরিদ্র শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান করে, তাদের চরিত্র গঠন করে ও দায়িত্বশীল নাগরিক তৈরি করে। সরকারের কুমতলবপূৰ্ণ পদক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি মাদরাসা কর্তৃপক্ষ ও জমিয়তের আইনজীবী দলের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান।
আরএইচ/