মিসাইল ও ড্রোনের সমন্বয়ে ইরানের চালানো হাইব্রিড হামলার রেশ কাটতে না কাটতেই এবার ইয়েমেন থেকেও ইসরায়েলের উদ্দেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে সরাসরি কোনো গোষ্ঠীর নাম উল্লেখ না থাকলেও ধারণা করা হচ্ছে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরাই এই হামলার পেছনে রয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তেল আবিবসহ আশপাশের এলাকাগুলোতে সাইরেন বাজতে শুরু করে। এর ফলে হাজার হাজার বাসিন্দা দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যান।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের ঘটনার কয়েক মিনিট পরই এই নতুন সাইরেন বাজে। যদিও হামলাটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কি না, কিংবা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে পেরেছে কি না—সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।
উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল ও ইরান-মিত্র বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। হুতি গোষ্ঠী ইতোমধ্যেই সমুদ্রপথে পশ্চিমা ও ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে একাধিক হামলার দাবি করেছে।
এনএইচ/