মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭


জোট গঠনের পর বিভক্তি ও বিচ্ছিন্নতা অধিক ক্ষতিকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি সাখাওয়াত হোসাইন রাজী||

ইসলামি দলসমূহের মাঝে আজ যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সদ্ভাবনার আলো পরিলক্ষিত হচ্ছে, নিঃসন্দেহে তা এক আশাব্যঞ্জক ও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে। যদিও পূর্ণাঙ্গ জোটের চিত্র এখনও দৃশ্যমান নয়, তবুও একটি কার্যকর ও ন্যূনতম সমঝোতার সম্ভাবনা আগামী নির্বাচনে বাস্তবতা পেতে পারে—এমন আশাবাদ পোষণ করা যায়।

জোট গঠন নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ; তবে এর চেয়েও অধিক নিন্দনীয় ও ক্ষতিকর হলো—জোট গঠনের পর বিভক্তি ও বিচ্ছিন্নতা। সুতরাং, ভবিষ্যতের পথচলাকে সুদৃঢ় ও সুগঠিত করতে হলে চাই সুদূরপ্রসারী পরিকল্পনা, প্রজ্ঞাপূর্ণ দৃষ্টিভঙ্গি এবং একাগ্র নিষ্ঠা।

আর যদি আমাদের দেশে প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু হয়, তবে হয়তো এই ধরনের পূর্ব প্রস্তুতি ও রাজনৈতিক সমঝোতার রূপরেখা নতুন আঙ্গিকে পরিগণিত হবে।

অতএব, এখন সময়—ভ্রাতৃত্ব, দূরদৃষ্টি ও দায়িত্ববোধের মশাল হাতে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার; যেন দ্বীনের কল্যাণে একটি সুসংহত, দৃঢ় এবং স্থিতিশীল ভবিষ্যতের ভিত্তি স্থাপন করা যায়।

আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তাওফিক দান করুন। আমিন!

লেখক: মহাসচিব, ইসলামী ঐক্যজোট  

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ