বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ৩১ আষাঢ় ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
মাদরাসায় আরবির পাশাপাশি ইংরেজির ওপর জোর দিতে হবে: ধর্ম উপদেষ্টা সংসদ ভাঙার ৪৮ ঘণ্টার মধ্যে তত্ত্বাবধায়ক, ১২০ দিনে নির্বাচন চায় জামায়াত মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে : আলী রীয়াজ মহিলা মাদরাসাগুলোকে বেফাকের অধীনে সুসংগঠিত করতে হবে: মুফতি আশরাফুজ্জামান কারাগার কেবলই শাস্তির স্থান নয়,  সংশোধনাগারও: ধর্ম উপদেষ্টা রাজনীতিতে শিষ্টাচার লঙ্ঘন করলে পতিত শক্তি সুযোগ নেবে: পীর সাহেব চরমোনাই কোরআনে যেসব প্রাণীর নাম বর্ণিত হয়েছে যেসব সুযোগ-সুবিধা পান দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীরা খেলাফত মজলিস বার্মিংহাম শাখার মজলিসে শুরার অধিবেশন 

কাশ্মিরে নিহত মাদরাসা শিক্ষককে ‘জঙ্গি’ বানানোর অপচেষ্টা ভারতীয় মিডিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত ৮ মে ভারত শাসিত জম্মু ও কাশ্মিরের পুছ জেলার মাদরাসা জিয়া-উল-উলুমে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে ৪৬ বছর বয়সী শিক্ষক কারী মোহাম্মদ ইকবাল নিহত হন। পুছ পুলিশ জানিয়েছে, ইকবাল একজন সম্মানিত ধর্মীয় শিক্ষক ছিলেন এবং তাঁর কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিল না। তবে, ভারতের নিউজ১৮, রিপাবলিক টিভি ও জি নিউজসহ কয়েকটি মিডিয়া চ্যানেল তাঁকে 'লস্কর-ই-তৈয়বা' বা 'জইশ-ই-মোহাম্মদ' এর শীর্ষ কমান্ডার হিসেবে চিত্রিত করে।

নিউজ১৮ তাদের শিরোনামে 'মারা গয়া ক্বারী মোহাম্মদ ইকবাল' এবং 'মারা গয়া লস্করের খুনখার আতঙ্গী' উল্লেখ করে। রিপাবলিক টিভি 'অপারেশন সিন্ধূর: জঙ্গি ক্বারী মোহাম্মদ ইকবাল কিলড অ্যাট কোতলি ক্যাম্প' শিরোনামে একটি ভিডিও সম্প্রচার করে, যেখানে তাঁকে কোতলি ক্যাম্পে লুকিয়ে থাকা জঙ্গি এবং পুলওয়ামা হামলার সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়।

পুছ পুলিশ এই মিথ্যা দাবিগুলোকে 'কঠোরভাবে অস্বীকার' করে জানিয়েছে, 'পুছ পুলিশ এই ধরনের মিথ্যা তথ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। মৃত ব্যক্তি মাওলানা মোহাম্মদ ইকবাল, স্থানীয় সম্প্রদায়ের একজন সম্মানিত ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন এবং কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক ছিল না।'

পুলিশ আরও বলেছে, 'মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে এবং নিরাপত্তা ও জনশৃঙ্খলা সম্পর্কিত কোনো তথ্য প্রকাশের আগে সরকারি সূত্র থেকে তথ্য যাচাই করতে হবে।'

এই ঘটনা মিডিয়া নৈতিকতা এবং সংঘাতপূর্ণ অঞ্চলে মিথ্যা তথ্য প্রচারের পরিণতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। সূত্র: মুসলিম মিরর

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ