শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে পাক-আফগান এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি তুরস্কের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে তুরস্ক। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, যদি না তারা প্রেসিডেন্ট বাশার আসাদের পতনের পর রক্তপাত সমাধানে আঙ্কারার শর্ত মেনে না নেয়, তাহলে কুর্দিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডয়চে ভেলে।

হাকান ফিদান সিএনএন তুর্কি টেলিভিশনকে বলেন, ‘কুর্দি নেতৃত্বাধীন পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) তুরস্কের দাবিতে সম্মত না হলে আমরা যা প্রয়োজন তা করব’।

এতে কী থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘সামরিক অভিযান’।

তুরস্ক ওয়াইপিজিকে নিজ দেশে ৪০ বছর ধরে তৎপর কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) শাখা মনে করে।  তুরস্ক ও যুক্তরাষ্ট্র উভয়ে সশস্ত্র রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী গোষ্ঠী মনে করে।পিকেকে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে কয়েক দশক ধরে বিদ্রোহে জড়িত।

গত মাসে ইসলামপন্থি-নেতৃত্বাধীন বিদ্রোহীদের কাছে আসাদের পতনের ফলে আঙ্কারা নিষিদ্ধ ঘোষিত পিকেকের সাথে যোগসূত্রের অভিযোগে কুর্দি বাহিনীর বিরুদ্ধে সিরিয়ায় তুরস্কের হস্তক্ষেপের সম্ভাবনা উত্থাপন করে আসছে।

ফিদান বলেন, ‘তুরস্ক, ইরান এবং ইরাক থেকে আসা আন্তর্জাতিক যোদ্ধাদের অবিলম্বে সিরিয়া ছেড়ে যেতে হবে।  আমরা এখনই এই দিকে কোন প্রস্তুতি বা কোন অভিপ্রায় দেখতে পাচ্ছি না এবং আমরা অপেক্ষা করছি।  আমরা আমেরিকানদের মাধ্যমে তাদের (ওয়াইপিজি) আল্টিমেটাম দিয়েছি তা স্পষ্ট’।

এর আগে সিরিয়ায় কুর্দি সশস্ত্র যোদ্ধারা হয় অস্ত্র সমর্পণ করবেন, নয়তো তাদের কবর রচনা করা হবে বলে হুঁশিয়ারি দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

গত ৯ বছরে, তুরস্ক তার সীমান্ত থেকে কুর্দি বাহিনীকে দূরে রাখতে সিরিয়ায় একাধিক স্থল অভিযান পরিচালনা করেছে।

ওয়াইপিজি মিলিশিয়াকে যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) প্রধান অংশ ও নিষিদ্ধ মিলিশিয়া গোষ্ঠী কুর্দি ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বর্ধিত রূপ হিসেবে বিবেচনা করে তুরস্ক।  পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে।  ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধে পরস্পরবিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়েছে ওয়াশিংটন ও আঙ্কারা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ