বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় যে ফলগুলো খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই  ইবনে শাইখুল হাদিস এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি

২০২৫ সাল নাগাদ যুদ্ধে ইসরাইলের ব্যয় হবে ৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হামাস-ইসরায়েলের যুদ্ধ ২০২৫ সাল পর্যন্ত অব্যাহত থাকলে, ইসরাইলের খরচ হবে প্রায় ৫৩ বিলিয়ন ডলার। দেশটির কেন্দ্রীয় ব্যাংক এমনটাই পূর্বাভাস দিয়েছে।

ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংকের অনুমান, এই অর্থের অর্ধেকেরও বেশি ব্যয় হবে প্রতিরক্ষা ব্যবস্থার ব্যয় হিসেবে। পাশাপাশি রাজস্ব কর  হারানোরও আশঙ্কা করছে তারা।

সোমবার (২৭ নভেম্বর) ব্যাংক অব ইসরাইলের গভর্নর আমির ইয়ারন জানিয়েছেন, নিরাপত্তা ব্যয় বেড়ে যাওয়ার ফলে,বেড়ে যাবে সরকারের ব্যয়। একই সঙ্গে বাড়বে সুদ হার।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, যদিও নীতিনির্ধারকরা আর্থিক এবং মুদ্রবাজার স্থিতিশীল করতে কাজ করছেন, তবুও ২০২৪ সালের শেষ নাগাদ এই যুদ্ধের কারণে ইসরাইলের জিডিপি ৩ শতাংশ হ্রাস পাবে।
 
এদিকে নভেম্বর মাসে ইসরাইলি মুদ্রা শেকেল মার্কিন ডলারের বিপরীতে বিশ্বের অন্য যে কোনো মুদ্রার তুলনায় শক্তিশালী অবস্থানে রয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কার্যকরী পদক্ষেপে বদৌলতে বিগত ৪ সপ্তাহে ডলারের বিপরীতে মুদ্রাটির মান প্রায় ৯ শতাংশ বেড়েছে। তবে এর আগে যুদ্ধের প্রভাবে শেকেলের মান বিগত ১১ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল।
 
অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন, ২০২৪ সালে ইসরাইলের বেকারত্বের হার গড়ে ৪ দশমিক ৫ শতাংশ হবে। এ ছাড়া ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে দেশটির গড় মূল্যস্ফীতির হার হবে ২ দশমিক ৪ শতাংশ।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ