শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৩ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ পিআর পদ্ধতি জনতা না চাইলে আমরাও আর দাবী করবো না: শায়েখে চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য: মহাসচিব 

নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তরুণ প্রজন্মকে আদর্শ ও নৈতিক নেতৃত্বে গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও "অনলাইন সীরাত প্রতিযোগিতা ২০২৫" আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম সীরাতচর্চা সংগঠন ‘নাশরুস সীরাহ, ঢাকা’। সংগঠনটি সীরাতের আলো ছড়িয়ে দিয়ে দেশের যুবসমাজকে রাসূল সা.-এর জীবনাদর্শে উদ্বুদ্ধ করার প্রত্যয়ে কাজ করছে।

নাশরুস সীরাহ ঢাকার ব্যবস্থাপনা পরিচালক সিফাতুল্লাহ ফাহিম বলেন, “আমরা বিশ্বাস করি সীরাতচর্চার মাধ্যমে জাতির সামনে উজ্জ্বল ভবিষ্যত তৈরি করা সম্ভব। তরুণদের রাসূল সা.-এর আদর্শে উজ্জীবিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

এই উপলক্ষে আগামী ২২ আগস্ট, শুক্রবার ঢাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, পুরানা পল্টনে অনুষ্ঠিত হবে একটি সীরাত সেমিনার, যেখানে সীরাত সম্পর্কে আলোচনা করবেন দেশবরেণ্য আলেম, লেখক ও গবেষকরা।

প্রতিযোগিতার বিবরণ:

এবারের সীরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন এর মাধ্যমে উন্মুক্ত করা হয়েছে, যা সারা দেশের যেকোনো ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন।

সেমিনারের শেষ পর্বে সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ৩০,০০০ টাকার নগদ পুরস্কার, যা অতিথিগণ প্রদান করবেন।

প্রতিযোগিতার জন্য নির্ধারিত বই:

প্রতিযোগিতার প্রশ্নসমূহ প্রণীত হবে জনপ্রিয় সীরাতগ্রন্থ "মায়াল মুস্তফা" থেকে।

রেজিস্ট্রেশন ও প্রশ্নপত্র প্রদান সময়সূচি:

রেজিস্ট্রেশন চলবে: ৩০ জুলাই ২০২৫ পর্যন্ত

প্রশ্নপত্র প্রকাশিত হবে: ১৫ আগস্ট, শুক্রবার সকাল ১০টায় (নাশরুস সীরাহ ঢাকার অফিসিয়াল পেইজে)

আয়োজকরা জানিয়েছেন, সীরাতকে কেন্দ্র করে দেশে এক বিশাল চেতনার জোয়ার সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য। সীরাতপ্রেমী শিক্ষার্থী, তরুণ, লেখক ও পাঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের প্রতিযোগিতা আরও প্রাণবন্ত হবে বলে তারা আশাবাদী।

যোগাযোগ: নাশরুস সীরাহ, ঢাকা
অফিসিয়াল ফেইসবুক পেইজ- https://www.facebook.com/share/16ZYrVSk4K/

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ