সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

ইফতা বিভাগে ভর্তি নিচ্ছে মাদরাসা ফয়জুল উলুম আজিমপুর ঢাকা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

রাজধানী ঢাকার আজিমপুরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী খালেছ দ্বীনি প্রতিষ্ঠান ‘মাদরাসা ফয়জুল উলুম আজিমপুর ঢাকা’। অর্ধশতাব্দীকাল যাবত শত-শত যোগ্য ও দক্ষ আলেম তৈরী করেছে প্রতিষ্ঠানটি। তারা আজ দেশের বিভিন্ন প্রান্তে দ্বীনের আলো ছড়িয়ে যাচ্ছেন নিরবচ্ছন্নভাবে। সঠিক পথ দেখাচ্ছেন পথভোলা উম্মাহকে।

স্বনামধন্য এ প্রতিষ্ঠানটির বর্তমান মুহতামিমের দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা ছাখাওয়াতুল্লাহ (হাফিজাহুল্লাহ)। এবং ইফতা বিভাগের মুশরিফের দায়িত্বে আছেন মুফতি রফিকুল ইসলাম (হাফিজাহুল্লাহ)।

সম্প্রতি, ইফতা বিভাগের ভর্তি সংক্রান্ত একটি বিজ্ঞাপণ জারি করেছে প্রতিষ্ঠানটি। তাতে জানা যায়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা বিভাগে সীমিত কোটায় পরিশ্রমী ও অধ্যয়নশীল ছাত্রদের ভর্তি নেওয়া হবে।

আরও জানা যায়, ৬ শাওয়াল থেকে ১৩ শাওয়াল পর্যন্ত প্রতিষ্ঠানটির ভর্তির কার্যক্রম চলবে। ইফতায় ভর্তিচ্ছু ছাত্রকে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ভর্তি পরীক্ষায় থাকবে:
                              *তিরমিযী (আবওয়াবুত তাহারাত)
                              *হেদায়া (কিতাবুল বুয়ু)
                              * নুরুল আনওয়ার (কিতাবুল্লাহ)

ইফতা বিভাগের পাঠ্যবস্তু হিসেবে থাকবে:
                                                 * উসুলুল ইফতা 
                                                 * উসুলুল ফিকহ
                                                 * কাওয়াইদুল ফিকহ
                                                 * উলুমুল হাদিস (প্রাথমিক বিষয়সমূহ)
                                                 *আল ফিকহুল মুআসির
                                                 *উত্তরাধিকার আইন
                                                 * সমসাময়িক ও আধুনিক মাসায়েল

এছাড়া ইফতা বিভাগের অন্যান্য বৈশিষ্ট সমূহে জানা যায়,
             # এক বছর মেয়াদি মানসম্পন্ন ইফতা বিভাগ।
             # যুগোপযোগী ও বাস্তব জীবনের প্রায়োগিক মাসয়ালাসমূহের তামরীন ও একাধিক অনুশীলন।
             # দেশবরেণ্য গবেষক আলেমগণের মাধ্যমে বিষয়ভিত্তিক মুহাযারা প্রদান।
             #নিয়মিত ইসলামি অর্থনীতি তথা আধুনিক লেনদেনসমূহ ও ব্যাংকিং ব্যবস্থা বিষয়ক দরস প্রদান।
             #প্রাচীন ও আধুনিক কিতাবসমূহের আলোকে ইসলামি উত্তরাধিকার আইনের উপর দরস প্রদান।
             #ফতোয়া প্রদানের নীতিমালা ও কুরআন-সুন্নাহ থেকে মাসয়ালা ইসতিম্বাতের পদ্ধতি অনুশীলন।
             #মাকতাবায়ে শামেলা, বিভিন্ন পিডিএফ ও কম্পিউটারে ওয়ার্ড ফাইল ব্যবহারের প্রশিক্ষণ প্রদান।
             #নেসাব-নির্ধারিত তামরীন শেষে সনদ ও সম্মাননা পুরস্কার প্রদান।

ঠিকানা: ঢাকার যেকোনো স্থানে নেমে বাস অথবা সিএনজি যোগে আজিমপুর কবরস্থানের পশ্চিমপাশে,

৭৯, নতুন পল্টন লাইন, আজিমপুর ঢাকা।

যোগাযোগ: ০১৮১৭০১০৬৩১, ০১৭২৯৯২৭৫৫৫, ০১৭১১৩০২৯২৩ ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ