শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৪ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টার তীব্র নিন্দা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী নেতা নুরুল হক নুরের ওপরে হামলা মেনে নেয়া যায় না -ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিপি নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা – বাংলাদেশ খেলাফত মজলিস গণ অধিকার পরিষদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, নুরসহ আহত বেশ কয়েকজন বাড্ডা থানা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন সকল ধর্মের মানুষ জামায়াতের কাছে নিরাপদ: অধ্যক্ষ মোস্তফা কামাল নির্বাচনী রোডম্যাপ জনগণের সঙ্গে তামাশা : বাংলাদেশ খেলাফত মজলিস

'ইমাম-খতিব ও আলেম ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি'


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ইমাম-খতীব ও ওলামায়ে কেরামদের ভূমিকা শীর্ষক কনফারেন্সে বক্তারা বলেন, 
মসজিদের ইমাম-খতিব ও আলেম ওলামারাই বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইমাম-খতিব ও ওলামায়ে কেরামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা মসজিদের মিম্বার ও মাদরাসার ক্লাস থেকে কোরআন-সুন্নাহর আলোকে মানুষকে ন্যায়পরায়ণতা, সততা, দায়িত্বশীলতা এবং পারস্পরিক অধিকার আদায়ের শিক্ষা দিতে পারেন।
সমাজে অন্যায়, দুর্নীতি, মিথ্যা ও বৈষম্যের বিরুদ্ধে মানুষকে সচেতন করা এবং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়া তাদের অন্যতম দায়িত্ব। এজন্য আলেম সমাজকে নিজেদের জ্ঞান, আমল ও চরিত্রে আদর্শ স্থাপন করতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসে।

গতকাল ২৮ আগষ্ট বৃহস্পতিবার জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ চট্টগ্রাম ভূজপুর থানা কতৃক আয়োজিত কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের সভাপতি মুফতি আবু তাহের আল মাদানী।

মাওলানা ক্বারি আবু সাঈদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কনফারেন্স আরো বক্তব্য রাখেন, জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি আতাউর রহমান আলমপুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ প্রশিক্ষণ সম্পাদক আল্লামা জুনায়েদ বিন জালাল, জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মাওলানা গাজী আলাউদ্দিন আল হাবীব, মাওলানা মুফতি নোমান, সাংবাদিক মাওলানা আজগর সালেহী, মাওলানা এরশাদ বিন জালাল, মাওলানা ইমাম উদ্দিন আজিজী, মাওলানা এম. নিজাম উদ্দিন প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ