চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মানসুর আহমাদ সাকী বলেছেন, চরাঞ্চলে দীর্ঘদিন ধরে চলে আসা এপার-ওপারের বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে চান তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) মতলব উত্তর উপজেলার বাহেরচর (চরওয়েস্টার) এবং বোরচর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে মানসুর আহমাদ সাকী বলেন, চরাঞ্চলের মানুষ যুগের পর যুগ অবহেলিত। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে তারা আজও পিছিয়ে রয়েছে। তিনি নির্বাচিত হলে চরবাসীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি নয়, বরং ইনসাফ ও জনকল্যাণের রাজনীতিতে বিশ্বাস করে। হাতপাখা প্রতীককে বিজয়ী করতে চরাঞ্চলের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
গণসংযোগকালে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আরএইচ/