বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “একমাত্র বিএনপির কাছেই ইসলাম নিরাপদ।” তিনি বলেন, বিএনপি ক্ষমতায় না গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের আলেম-ওলামারা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং নবগঠিত জেলা ওলামা দলের আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন করেছিলেন। অথচ আওয়ামী ফ্যাসিবাদী সরকার আমলে আলেম-ওলামাদের বিরুদ্ধে জঙ্গি মামলা দেওয়া হয়েছে। এর ফলে অনেক আলেম-ওলামা ঘরে থাকতে পারেননি। তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তাকেও জঙ্গি মামলায় জড়িয়েছে।
তিনি আরও বলেন, আলেম-ওলামাদের নিরাপত্তা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বিএনপির বিকল্প নেই। দেশের ইসলামী আদর্শ ও ধর্মপ্রাণ মানুষের অধিকার সুরক্ষায় বিএনপি সবসময় সোচ্চার থাকবে।
জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ্ব কাজী রিয়াজুল হক মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও নাসিম খান, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ শফিকুল ইসলাম, সদস্য কাজী ফরিদুল হকসহ জেলা বিএনপি ও নবগঠিত জেলা ওলামা দলের নেতৃবৃন্দ।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আরএইচ/