শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ ।। ২৩ কার্তিক ১৪৩২ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জামায়াতসহ ৮ দলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ বাকি ২ দিন নিবন্ধন পাচ্ছে আরও ১৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা চীনে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আমি নির্বাচিত হলে ফুলবাড়িগেট শিল্পাঞ্চলকে পুনরায় প্রাণবন্ত করে তুলবো:  মাওলানা আব্দুল আউয়াল জুলাই সনদ-গণভোট : এই মুহুর্তের চ্যালেঞ্জ বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশী ব্যবস্থাপনা প্রয়োজন: নৌ উপদেষ্টা যুদ্ধবিরতিতে সম্মতির পরেও সুদানের রাজধানীতে আরএসএফের ড্রোন হামলা মসজিদে রাজনৈতিক কার্যক্রম: বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১ ৮ ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে তুলার গুদামের আগুন 

সংস্কারের টিকা নিলে বিএনপির এই অবস্থা হতো না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২৬৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-রাস্তা অবরোধ ও অগ্নিসংযোগের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বিএনপি যদি সংস্কারের টিকা নিতো তাহলে এই অবস্থা হতো না।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে রাষ্ট্রগঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি: নভেম্বর, ১৯৭৫’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমার মনে হচ্ছে বিএনপির একটি অলিখিত হরতাল চলছে। শুনলাম একজনের নাকি মনোনয়নও বাতিল করা হয়েছে। দুর্ঘটনাবশত কোথাও আগুন লাগলে আমরা ফায়ার সার্ভিস রাখি স্টেশনগুলো; যাতে দ্রুত গতিতে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। বিএনপি ২৬৭টা, না কয়টা আসনে আগুন জ্বালায়া দিছে, এতগুলো ফায়ার স্টেশনতো বাংলাদেশ নেই।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, এজন্য আমরা আমাদের বারবার বলেছিলাম রিফর্মের যে টিকাটা আছে, এটা যদি বিএনপিকে দেওয়া যাইতো তাহলে এ ধরনের পরিস্থিতিতে তাদের পড়তে হইতো না।

বিএনপির প্রার্থী বাছাইয়ের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা খুবই হতাশ হয়েছি তাদের প্রার্থী তালিকায় এমন এমন লোক রেখেছে যারা বলছে যে জুলাই সনদের প্রয়োজন নেই। উনি আসলে মুক্তিযুদ্ধ করেছেন কিন্তু মুক্তিযুদ্ধের যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচার এটা মনে মগজে ধারণ করতে পারেননি।

এনসিপির এই নেতা বলেন, সংস্কার আসলে বিএনপি দিয়ে কতটুক বাস্তবায়ন হবে সেটা আমরা এখনো সন্দিহান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। আলোচনা সভার আয়োজন করে এনসিপির মিডিয়া সেল।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ