সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসন ও যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে। পরে জব্দকৃত পাথর নৌকা ব্যবহার করে ধলাই নদীর সাদাপাথর এলাকায় ফের বিছিয়ে দেওয়া হয়।
এছাড়া, পাথর পরিবহনকারী সন্দেহে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়ক থেকে ৭০টি ট্রাক আটক রাখা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার নিশ্চিত করেছেন, বুধবার রাত ১২টার পর থেকে সিলেট নগরী ও কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।
তিনি জানান, সাদা পাথর ও ধলাই নদীর বিভিন্ন স্থানে জব্দকৃত পাথর ছড়িয়ে দেওয়ার কাজ হয়েছে এবং বৃহস্পতিবার জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুনরায় অভিযান চলবে। অভিযান চলাকালীন যৌথবাহিনী এবং পুলিশ চেকপোস্ট বসিয়ে ট্রাক আটকিয়ে পাথর জব্দ করেছে।
এর আগে, জেলা প্রশাসন সাদা পাথর রক্ষায় জরুরি সমন্বয় সভায় পাঁচটি সিদ্ধান্ত নিয়েছিল—
১. জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথরে ২৪ ঘণ্টা যৌথবাহিনী দায়িত্ব পালন,
২. কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে সার্বক্ষণিক চেকপোস্ট স্থাপন,
৩. অবৈধ ক্রাশার মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা,
৪. পাথর চুরিতে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় আনা,
৫. চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে দেওয়া।
সাদাপাথর লুটপাটের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দুর্নীতি দমন কমিশনও (দুদক) এলাকায় পরিদর্শন করেছে।
এসএকে/