বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

অমর একুশে বইমেলা আজ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে ‘অমর একুশে বইমেলা-২০২৫’। বিকেল ৩টায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গনে মাসব্যাপী এই মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বছর বইমেলার প্রতিপাদ্য বিষয় ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ’। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।

বইমেলা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন বৃহস্পতিবার একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

গত বছরের তুলনায় এবার মেলার আকার বেড়েছে। বেড়েছে স্টলের সংখ্যাও। গত বছর বইমেলায় ৬৪২টি প্রতিষ্ঠানের ইউনিট ছিল ৯৪৬টি; এবার মোট ৭০৮ টি প্রকাশনা প্রতিষ্ঠানকে এক হাজার ৮৪ টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৬০৯টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। তবে প্যাভিলিয়ন সংখ্যা বাড়ছে না। গত বছরের ন্যায় এবারও থাকছে ৩৭টি প্যাভিলিয়ন।

এবার সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছের গাছতলায় করা হয়েছে লিটল ম্যাগাজিন চত্বর। সেখানে ১৩০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া শিশুচত্বরে ৭৪টি প্রতিষ্ঠানকে ১২০ ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের প্রতিপাদ্য ও নতুন বাংলাদেশের স্বপ্নে শুরু হতে যাওয়া এইবারের বইমেলায় রাখা হয়েছে ‘জুলাই চত্বর’। থাকছে ৫২-র ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের নামও।

উল্লেখ্য, গত বছর তিন হাজার ৭৫১টি বই প্রকাশিত হয়। বিক্রি হয় ৬০ কোটি টাকার বই। দর্শনার্থীর সংখ্যা ছিলো ৬০ লাখের কাছাকাছি। এবার ইতোমধ্যে বইমেলার জন্য ৬০০টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। আশা করা হচ্ছে, এবার বই প্রকাশনা ও দর্শনার্থীদের আগমণ সংখ্যা গত বছরকেও ছাড়িয়ে যেতে পারে। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ