বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৭ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

চুলের জন্য ক্ষতিকর  ৫ খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিবেদনে জানতে পাবেন ঐসব খাদ্যের কথা, যেগুলো খেলে চুলের ক্ষতি তো হবেই সেইসঙ্গে বেড়ে যাবে চুল পড়া। চলুন তাহলে জেনে নেওয়া যাক সে খাবার গুলো কী কী।

১. পরিশোধিত চিনি

দৈনন্দিন খাবারে পরিশোধিত চিনি হলো এমন ক্ষতিকর খাদ্য যা আমাদের অনেকেরি অজানা। এটি কেবল স্বাস্থ্যের বিভিন্ন সমস্যারই সৃষ্টি করে না, আমাদের চুলেরও ক্ষতি করে। এর কারণ, চিনি খাওয়ার ফলে রক্ত ​​সঞ্চালন ব্যাহত হয়। এর প্রবাহকে চুলে প্রভাবিত করে এবং পুষ্টির শোষণ খারাপ হতে থাকে।

২. প্রক্রিয়াজাত খাদ্য

আপনি যদি স্বাস্থ্যকর চুল চান তাহলে প্রক্রিয়াজাত খাবার খাওয়া থেকে বিরত থাকার অব্যাস করুন। এসব খাবারে উপস্থিত ট্রান্স ফ্যাট চুলের ফলিকলকে ক্ষতিগ্রস্ত করে। যার ফলে চুল দিনদিন দুর্বল হয়ে পরে। এটি ঘটলে মেলানিনের উৎপাদনকে সরাসরি প্রভাবিত করে তুলে। মেলানিন হলো স্বাস্থ্যকর চুলের জন্য প্রয়োজনীয় একটি রক্ষক।

৩. ফাস্টফুড

ফাস্টফুডে থাকে অস্বাস্থ্যকর ফ্যাট। এতে পুষ্টির পরিমাণও খুবই কম। তাই এ ধরনের খাবার চুলের স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলে। যার কারণে চুলের বৃদ্ধিও থমকে যায়।

৪. কাঁচা ডিমের সাদা অংশ

কাঁচা ডিমের সাদা অংশও হতে পারে আপনার চুলের জন্য খারাপ দিক। কারণ কাঁচা ডিম বায়োটিনের অভাব সৃষ্টি করতে পারে। বায়োটিন হলো একটি ভিটামিন যা কেরাটিন উৎপাদনে সহায়তা করে। সুতরাং ডিম ডায়েটে আপনার জন্য একটি চমৎকার সংযোজন হলেও, নিশ্চিত করুন যে আপনি কাঁচা ডিমের সাদা অংশ খাচ্ছেন না।

৫. ক্যাফেইন

অতিরিক্ত ক্যাফেইন গ্রহণে শরীরে স্বাভাবিক পানিশূন্যতা দেখা দেয়। ফলে এর প্রভাব স্ক্যাল্পেও পড়ে এবং চুল ঝরতে শুরু করে। তাই ক্যাফেইনযুক্ত খাবার এরিয়ে চলুন অথবা পরিমাণ পরিমিত করুন।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ