দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। লিটারে ৬ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম কাল সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
আজ রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের মূল্য নিম্নোক্তভাবে সমন্বয় করা হলো।
প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা, ৫ লিটার বোতল সয়াবিন তেল ৯৫৫ টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম ১৬৬ টাকা।
প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর লিটারে ৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১৯৮ টাকা। যা নিয়ে আপত্তি তোলে বাণিজ্য মন্ত্রনালয়।
এলএইস/