কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের উদ্যোগে সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৬ ডিসেম্বর) বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টার দিকে জেলা শহরের শহীদ আরমান রোড থেকে র্যালিটি শুরু হয়ে স্টেশন রোড, মডেল থানা, কালীবাড়ি মোড়, আখড়া বাজার, ইশা খাঁ রোড, গৌরাঙ্গ বাজার হয়ে শহীদি মসজিদের সামনে গিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে মিলিত হয়।
খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক জেলা সভাপতি ও খেলাফত মজলিস মনোনীত (দেওয়াল ঘড়ি প্রতীকে) কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী শায়খুল হাদিস প্রিন্সিপাল মাওলানা হিফজুর রহমান খান, জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল কাশেম, জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্, জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফাসসির মাওলানা তোফাজ্জল হোসেন, কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা হারুন অর রশিদ।
এসময় সংগঠনের জেলা সহ সাধারণ সম্পাদক শামীম আহমাদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাফেজ মাওলানা আকরাম খন্দকার, বায়তুলমাল সম্পাদক মাওলানা অলীউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম ফরহাদ, জেলা নির্বাহী সদস্য মাওলানা ওয়ালীউল্লাহ্ বশির, হোসেনপুর উপজেলা সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম খান, কটিয়াদী উপজেলা সাধারণ সম্পাদক সায়দুর রহমান, তাড়াইল উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এলএইস/