সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৭


বিভাগীয় সমাবেশ সফল করায় পীর সাহেব চরমোনাইয়ের কৃতজ্ঞতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ৭ ডিসেম্বর, রবিবার এক বিবৃতিতে আটদলের বিভাগীয় সমাবেশ সফল করায় আটদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতা-কর্মী এবং জনসাধারণকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

পীর সাহেব চরমোনাই বলেন, অল্পসময়ের প্রস্তুতিতে যে দক্ষতা ও আন্তরিকতার সাথে এই সমাবেশগুলো আয়োজিত হয়েছে তা আন্দোলনরত আটদলের পারস্পরিক সংহতি ও সাংগঠনিক শৃংখলার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোন বিরতি ছাড়াই দেশের আটপ্রান্তে ছুটে গিয়েছেন, স্থানীয় নেতা-কর্মীগণ অল্পসময়ের প্রস্তুতিতে দৃষ্টিনন্দন ও প্রভাববিস্তারি সমাবেশ আয়োজন করে তাদের দক্ষতা ও জনসম্পৃক্ততার সাক্ষর রেখেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সমাবেশে অংশ নেয়া জনতাকে বিশেষ করে ধন্যবাদ দিয়ে বলেন, আমরা যে ৫ দফা নিয়ে আন্দোলন করছি তার প্রতি জনসাধারণের এই অকুণ্ঠ সমর্থন আমাদের দাবির যথার্থতা প্রমান করে। প্রতিটি সমাবেশে যে উৎসাহ ও উদ্দিপনা নিয়ে জনতা অংশগ্রহন করেছে তা আগামীর বাংলাদেশ নির্মাণের প্রতি জাতির প্রতিশ্রুতি আবারো ব্যক্ত হয়েছে। জনতাকে আরো অভিনন্দন। আপনাদের এই সমর্থন আমাদের সংগ্রামে সাহস যোগাবে।

পীর সাহেব চরমোনাই স্থানীয় ও জাতীয় সাংবাদিকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করেন। স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন।

পীর সাহেব চরমোনাই সরকারের প্রতি আহবান রেখে বলেন, জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন। সারাদেশের মানুষ জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা করার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে। ফ্যাসিবাদের বিচার ও তাদের দোসরদের বিচারের ব্যাপারে সমর্থন জানিয়েছে। পিআরের পক্ষে জনতা আবারো মত দিয়েছে। তাই জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দাবিগুলো মেনে নিন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ