সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


আমাদের ঐক্য বিনষ্ট করবেন না: বুহারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান নাঈম।।

গত বুধবার নাইজেরিয়ার রাজধানী আবুজায় অনুষ্ঠিত হওয়া একটি সেমিনারে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি নাইজেরিয়ানদের এমন কোনো কাজ করতে কিংবা মন্তব্য করতে নিষেধ করেন যা দেশের ঐক্য ও সমৃদ্ধি বিনষ্ট করে।

আর্মড ফোর্সেস রিমেমব্র্যান্স ডে (এএফআরডি) ২০২১ উদযাপন উপলক্ষে রাজধানী আবুজায় আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে বুহারি বলেন, আজকের এ দিনটি আমাদেরকে আমাদের জাতীয় ঐক্য রক্ষা করার লক্ষ্যে সর্বদা সজাগ দৃষ্টি রাখার কথা স্মরণ করিয়ে দেয়। যে জাতীয় ঐক্য অর্জন করতে আমাদের চড়া মূল্য দিতে হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বুহারি আরো বলেন, নাইজেরিয়ার মূল শক্তি নিহিত রয়েছে এর বৈচিত্র্যের মধ্যে। তিনি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, নাইজেরিয়ার গৃহযুদ্ধ এবং বিশ্বজুড়ে শান্তি রক্ষাকারী মিশনে নাইজেরিয়ার প্রয়াত সকল বীরকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি নাইজেরিয়ায় চলমান বিদ্রোহ, সন্ত্রাসবাদ ও বিদ্রোহীদের সশস্ত্র আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে যেসব বাহিনী কাজ করে যাচ্ছেন তাদের ভুয়সী প্রশংসা করে বলেন, তারা করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিজেদের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। তিনি তাদের প্রতিও যথাযথ শ্রদ্ধাজ্ঞাপন করেন।

তিনি বলেন, আজ আমরা আমাদের সাহসী বীরদের শ্রদ্ধাভরে স্মরণ করছি যারা তাদের মহান আত্মত্যাগের বিনিময়ে নাইজেরিয়াকে একটি সুসংহত ও ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত করেছে। নাইজেরিয়া সবসময় তার সশস্ত্র বাহিনীর আত্মত্যাগকে কৃতজ্ঞতাভরে স্মরণ করবে যারা সর্বদা নাইজেরিয়ার স্বার্থ রক্ষা করেছেন বিশেষ করে, আভ্যন্তরীণ বিদ্রোহ দমনে সাহসী ভূমিকা পালন করেছেন।

তাছাড়া নাইজেরিয়ার মধ্য অ ল ও উত্তর-পশ্চিম অ লে যৌথ বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সেখানকার আভন্তরীণ বিদ্রোহ বর্তমানে স্বাভাবিক পর্যায়ে থাকার কারণে উক্ত অনুষ্ঠানে বুহারি সন্তোষ প্রকাশ করেন।

পৃথিবীর অন্যান্য অনেক দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে আর্মড ফোর্সেস রিমেমব্র্যান্স ডে (এএফআরডি) পালন করা হয়। কমনওয়েলথ সদস্যভুক্ত দেশসমূহে প্রতিবছর নভেম্বরের ১১ তারিখে দিবসটি পালন করা হয়। তবে নাইজেরিয়ায় দেশটির গৃহযুদ্ধ সমাপ্তির দিনকে স্মরণীয় করে রাখার জন্য সম্প্রতি ১৫ই জানুয়ারিকে এ দিবস পালনের জন্য ধার্য্য করা হয়েছে।

এমএসএন ডট কম থেকে ফরহাদ খান নাঈমের অনুবাদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ