সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


এবার এরদোগানের ব্যঙ্গচিত্র প্রকাশ করলো শার্লি হেবদো পত্রিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সের বিতর্কিত সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি হেবদো এবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, ২১ অক্টোবর (বুধবার) সবশেষ সংখ্যার প্রচ্ছদ পাতায় এরদোগানের ব্যঙ্গচিত্র হাজির করা হয়েছে।

ফ্রান্সে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক এক ক্লাসে মহানবি হজরত মুহাম্মদ সা. এর কার্টুন দেখানোর কারণে শিক্ষককে হত্যার ঘটনায় ফ্রান্সজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও ইসলাম নিয়ে বিরুপ মন্তব্য করেন। ফ্রান্স ব্যঙ্গচিত্র দেখানো বন্ধ করবে না বলেও জানান তিনি। এ ঘটনাকে ‘বিশ্বাসের স্বাধীনতার’ প্রতি অশ্রদ্ধা প্রদর্শন ও ফ্রান্সের লাখ লাখ মুসলিমকে অবজ্ঞা করার শামিল বলে মন্তব্য করেন এরদোগান। বলেন, ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার। বিরোধের জেরে জনগণের প্রতি ফরাসি পণ্য বর্জনের ডাক দেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শার্লি হেবদোর সবশেষ সংখ্যা অনলাইনে প্রকাশ করা হয়। এর প্রচ্ছদে প্রকাশিত ছবিতে দেখা যায়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান একটি সাদা টি-শার্ট ও অন্তর্বাস পরে বসে আছেন। পাশে হিজাব পরিহিত এক নারী মদের পসরা সাজিয়ে অর্ধ-নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন।

কার্টুনচিত্রের টাইটেলে বলা হয়, ‘এরদোগান: একান্তে তিনি খুবই মজার’।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ