আওয়ার ইসলাম: এবার পাবজি-সহ ১১৮ মোবাইল চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার। আজ বুধবার এক বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে দেশটির তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়।
জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ঝুঁকির মাত্রা’ বিবেচনা করে ১১৮ টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হচ্ছে। যা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার, ভারতের প্রতিরক্ষা, দেশের সুরক্ষা ও আইনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক।
তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ অনুচ্ছেদের আওতায় চীনা অ্যাপটি নিষিদ্ধ করা হয়। এ পদক্ষেপ কোটি কোটি ভারতীয় নাগরিকের মোবাইল ও ইন্টারনেট সুরক্ষা নিশ্চিত করবে বলে দাবি করে দেশটির কেন্দ্রীয় মন্ত্রণালয়।
এর আগে চলতি বছরের জুনে টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার-ইট, উই-চ্যাট, ক্যামস্ক্যানার-সহ ৫৯টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার। জুন মাসে লাদাখের গালওয়ান সীমান্তে সংঘর্ষের পরই দুই ধাপে একাধিক জনপ্রিয় চীনা অ্যাপ দেশটিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস।
-এএ