আওয়ার ইসলাম: সৌদি আরবের বিমান বন্দরে ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। রোববার (৩০ আগস্ট) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ওই হামলা চালানো হয়। খবর আরব নিউজের।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ বলছে, আবহা বিমানবন্দরের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে এবং এর ধ্বংসাবশেষ বিমানবন্দরে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আরব জোটের মুখপাত্র কর্নেল তুরকি আল-মালকি বলেছেন, ড্রোনটি আটকে দেয়ার ফলে বিমানবন্দরে কিছু স্প্লিন্টার ছড়িয়ে পড়ে। তবে কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি ঘটেনি বলে জানান তিনি।
তিনি বলেন, বিস্ফোরকবাহী নৌকা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা, নৌ পথ ও বিশ্ব বাণিজ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, আরব জোট আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা জন্য হুমকি এই সন্ত্রাসবাদী মিলিশিয়াদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছে।
-এএ