মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
অনুমোদনহীন ডিগ্রি, তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীকে শোকজ ২২০ আসনে লড়বে জামায়াত, বাকিগুলো শরিকদের ‘যারা বলে শরিয়া কায়েম করবে না শরিকদের উচিত তাদের সঙ্গ ত্যাগ করা’ দুই পদে জনবল নেবে জামিয়া মাদানিয়া দারুল উলুম ঢাকা কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেমের দাফন সম্পন্ন রাজধানীর জামিয়া দারুস সুন্নাহ ক্বাওমিয়া মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি গাজায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ ভাইরাস, ভেঙে পড়ার মুখে স্বাস্থ্যব্যবস্থা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, ৪০০ ঘর পুড়ে ছাই একমাত্র বিএনপির কাছেই ইসলাম নিরাপদ: দুলু ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

জুতায় ফেরেশতার নাম, বিশ্বজুড়ে নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেরেশতাদের নামে বিশেষ ডিজাইনের জুতা বাজারে এনেছে বিখ্যাত জুতা প্রস্তুতকারক কোম্পানি অ্যাডিডাস।

ইসলাম ধর্মে শীর্ষ চার ফেরেস্তার দুই জন হলেন হযরত ইসরাফিল (আ.) ও হযরত আজরাইল (আ.)। ফেরেশতাদের নামে জুতা তৈরি করায় তার ডিজাইন ও নাম প্রকাশের পর থেকেই বিশ্বব্যাপী ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্বের মুসলিমরা। কোম্পানিটিকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক সমালোচনা ও নিন্দার তীর ছুঁড়ছেন তারা।

মিডেল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, অ্যাডিডাস ওই জুতা দুটির নাম দিয়েছে ইয়েজি বুস্ট ৩৫০ ভার্সন ২ ইসরাফিল ও ইয়েজি বুস্ট ৩৫০ ভার্সন ২ আজরাইল।
জুতার মডেল দুটির নাম প্রকাশের পর থেকেই টুইটারে ক্ষোভ ঝাড়তে শুরু করেন মুসলিম ধর্মের লোকজন। একজন টুইটে লেখেন, ইসলাম ধর্মের শীর্ষ ফেরেস্তাদের নামে জুতা, খুবই অপমানজনক।

আরেকজন বলেন, প্রিয় অ্যাডিডাস, আমি আপনাদের পণ্য কেনা বন্ধ করে দেবো, যদি না আপনারা ওই দুটি জুতার নাম পরিবর্তন করেন। কারণ তারা আল্লাহর সম্মানিত ফেরেস্তা। আপনাদের এই কর্মকাণ্ড সমর্থন করার মতো না।

মিডেল ইস্ট মনিটর বলছে, গত সপ্তাহে ইয়েজি বুস্ট ৩৫০ ভার্সন ২ ইসরাফিল ও ইয়েজি বুস্ট ৩৫০ ভার্সন ২ আজরাইল নামে দুটি মডেলের জুতার নাম প্রকাশ করে অ্যাডিডাস। এতে ইসলাম ধর্মের শীর্ষ ফেরেস্তাদের নাম ব্যবহার করা হয়েছে।

এদিকে, বিতর্কিত হওয়ার পরও ইয়েজি বুস্ট ৩৫০ ভার্সন ২ ইসরাফিল মডেলের জুতার স্টক শেষ হয়ে গেছে বলে জানিয়েছে অ্যাডিডাস। আগামী মাসে ইয়েজি বুস্ট ৩৫০ ভার্সন ২ আজরাইল নামে দুটি মডেলের জুতাটি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে মার্কিন কোম্পানিটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ