আওয়ার ইসলাম: লাদাখ সীমান্তে চীনের হামলায় ভারতীয় জওয়ান নিহত হওয়ার ঘটনার পর থেকে প্রতিবেশী দেশ দুটির মধ্যে সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে।
যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বাণিজ্যিক ক্ষেত্রে। একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে নয়াদিল্লি। এবার বেইজিং থেকে জ্বালানি তেল কেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, চীনের কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। এমনকি তাদের তেল শোধনাগার কোম্পানিগুলো এখন আর চীনের বিক্রেতাদের কাছ থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনছে না।
পার্সটুডের খবরে বলা হয়, ভারতের জ্বালানি তেল সংক্রান্ত কোনো টেন্ডারেও এখন আর চীনের কোম্পানিগুলোকে অংশ নিতে দেয়া হচ্ছে না। আমদানির ক্ষেত্রে চীনের কোনো তেল ট্যাংকারও ব্যবহার করা হচ্ছে না।
চীন থেকে বিদ্যুৎ সরঞ্জাম আমদানির ক্ষেত্রেও নতুন কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই মোতাবেক চীন থেকে আসা সব বিদ্যুৎ সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছে ভারত সরকার। মূলত সাইবার নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেয়া হবে।
-এটি