মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


নিন্দা করায় ইসরায়েলের সঙ্গে মিটিং বাতিল করলো আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে হতে যাওয়া একটি বৈঠক বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক মন্তব্যের প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

দ্য নিউ আরবের বরাতে জানা যায়, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র হতে অত্যাধুনিক এফ-৩৫ মডেলের যুদ্ধবিমান কেনার ঘোষণা দেয় আমিরাত। এই ঘোষণাকে নেতিবাচক হিসেবে নিয়েছেন নেতানিয়াহু। তিনি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। ইসরায়েলি সামরিক বাহিনী ও রাজনৈতিক দল থেকেও আমিরাতের নিন্দা করা হয়।

সেসব মন্তব্য ও সমালোচনার জেরেই ওই বৈঠক বাতিল করেছে আমিরাত। দুই পক্ষের শান্তিচুক্তির অংশ হিসেবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে একটি বৈঠক করতে চেয়েছিল। গত শুক্রবার এটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মূহুর্তে আমিরাত তা বাতিল ঘোষণা করে।

দ্য নিউ আরব বলছে, শান্তিচুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এফ-৩৫ মডেলের যুদ্ধবিমান কেনার এবং পশ্চিম তীর দখল রোধ করার শর্ত চায় আমিরাত। কিন্তু নেতানিয়াহু দুই শর্তের একটিতেও সাড়া দেননি। উল্টো পশ্চিম তীর দখল বাস্তবায়নের চিন্তা তার মাথায় আছে বলে জানান তিনি।

তাছাড়া যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিমান কেনার বিষয়টি নিয়ে সমালোচনা করলেও জনতার সামনে নেতানিয়াহু বলেছেন, আমার এতে কোনো সমস্যা নেই। আমিরাতের এই ক্রয়কে আমি সমর্থন করি। মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রীর দুই রকম মন্তব্যের পরই চটে যায় আমিরাত সরকার। যার কারণে তারা বৈঠক বাতিল করে।

দ্য নিউ আরব বলছে, ইসরায়েল বেশ আগেই যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক এফ-৩৫ মডেলের যুদ্ধবিমান কিনেছে। এখন তারা যেকোনো আরব রাষ্ট্রকে এটি কিনতে বাধা দেয়ার চেষ্টা করছে- এমনকি তাদের মিত্র আমিরাতকেও তারা ছাড় দিচ্ছে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ