মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


তুরস্ক ও গ্রিসের পাল্টাপাল্টি মহড়ার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়াার ইসলাম: ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে তেল-গ্যাস মজুদের মালিকানা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই পাল্টাপাল্টি সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে তুরস্ক ও গ্রিস।

আজ মঙ্গলবার (২৫ আগষ্ট) গ্রিসের ক্রিট দ্বীপের অদূরবর্তী সাগরে নৌ-মহড়া চালাবে বলে জানায় দুই দেশই। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসি জানায়, সরকারি এক সতর্ক বার্তায় তুরস্ক অন্যান্য জলযানকে মহড়াভুক্ত জলসীমা এড়িয়ে চলতে বলেছে। তেল-গ্যাস অনুসন্ধানে তুরস্ক অভিযান আরো বিস্তৃত করার ঘোষণা দেয়ার পর সামরিক মহড়া চালানোর ঘোষণা দেয় গ্রিস। এক বিবৃতিতে গ্রিস সরকারের মুখপাত্র বলেন, শান্তিপূর্ণভাবে সাড়া দিচ্ছে তাঁরা।

তবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করতে পারবে এমন আত্মবিশ্বাস গ্রিসের আছে বলেও জানানো হয় বিবৃতিতে। এদিকে, বিরোধ নিরসনে দেশ দুটিকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইউরোপিয় ইউনিয়ন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ