মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


কয়েক সেকেন্ডেই করোনা শনাক্তের যন্ত্র আবিষ্কার করলো ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণে নতুন একটি যন্ত্র আবিষ্কার করেছেন ইরানের বিজ্ঞানীরা। এই যন্ত্রের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে মানবদেহে কোভিড-১৯ ভাইরাস আছে কি না তা শনাক্ত করা যাবে।

পার্সটুডের খবরে বলা হয়, সোমবার ইরানের তেহরানে অবস্থিত ন্যানোটেকনোলজি হেডকোয়ার্টার্সে তেহরান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক যন্ত্রটির উদ্বোধন করেছেন। ইতোমধ্যে বাণিজ্যিকভাবে এটি তৈরির অনুমোদন দিয়ে দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন।

গবেষকরা জানিয়েছেন, মূলত মানুষের থুথু ও কফ সংগ্রহ করে সেটাকে নমুনা হিসেবে ব্যবহার করা হবে। থুথু ও কফে থাকা অক্সিজেনের ক্ষুদ্র মলিকিউলের উপস্থিতির মাত্রা নির্ণয়ের মাধ্যমে যন্ত্রটি কোভিড-১৯ শনাক্ত করবে।

যন্ত্রটির কার্যকারিতা পরীক্ষণের জন্য তেহরানের ইমাম খোমেনি (রহ.) হাসপাতালসহ আরো বেশ কয়েকটি হাসপাতালে ৬০০ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। দেখা গেছে, যন্ত্রটি করোনা পরীক্ষায় নিরাপদ ও কার্যকর। পাশাপাশি অ্যাজমা ও টিবি রোগে আক্রান্তদের শনাক্ত করতেও এই যন্ত্র কার্যকর বলে জানান গবেষকরা।

সর্বশেষ তথ্যানুযায়ী, ইরানে এখন পর্যন্ত ৩ লাখ ৬৩ হাজার ৩৬৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ২০ হাজার ৯০১ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৫৮ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ