আওয়ার ইসলাম: কারবালার পুলিশ শহরটির স্থানীয় বাসিন্দা ব্যতীত অন্য সকলকে ১৩ মুহররম পর্যন্ত কারবালায় প্রবেশ করতে নিষেধ করেছে।
কারবালার পুলিশ কমান্ডের মুখপাত্র আলা আল-গানামী বলেন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের দরুন পবিত্র আশুরায় কারবালায় জনসমাগম কমাতে আগামী ১৩ মুহররম পর্যন্ত এই শহরের স্থানীয় বাসিন্দা ব্যতীত কাউকে এই শহরে প্রবেশ করতে দেওয়া হবে না।
আল-গানামী বলেন, করোনার ভাইরাসের বিস্তার রোধ করতে এবং আশুরায় জিয়ারতকারীদের জনসমাগম হ্রাস করে কারবালা পুলিশ ১৩ মুহররম পর্যন্ত এ শহর ব্যতীত অন্য নাগরিকদের কারবালায় প্রবেশ করতে দেবে না।
গতকাল পর্যন্ত ইরাকে করোনার আক্রান্তের সংখ্যা দুই লক্ষ ছাড়িয়ে গেছে এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৬ হাজার জনের মৃত্যু হয়েছে।
-এটি