মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :

সৌদিতে করোনা আক্রান্তের হার কমে আসছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস আক্রান্তের ক্রমহ্রাসমান প্রবণতা অব্যাহত এবং সুস্থতার হার বৃদ্ধি পেয়েছে সৌদি আরবে।
করোনা আক্রান্তের সংখ্যা কমার দিকে সৌদি আরবে। সেই সঙ্গে সুস্থতার হার বৃদ্ধি জনমনে করোনা ভীতি কাটিয়ে উঠার সাহস যোগাচ্ছে।

সৌদি আরব স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২৩ আগস্ট (রবিবার) আক্রান্তের সংখ্যা ছিলো ১,১০৯ জন। এটি গত চার মাসের মধ্যে সর্বনিম্ন সংখ্যা। একই দিনে সুস্থ হয়েছেন সতেরশো দুই জন এবং মৃত্যু হয়েছে ত্রিশ জনের। দেশটিতে প্রতিদিনই করোনা প্রকোপ কমছে, সুস্থতার হার অনেক বৃদ্ধি পাওয়ায় এই মহামারি থেকে মুক্তির পথ সুগম হয়ে আসছে।

কর্তৃপক্ষ ৩০ আগস্ট থেকে সরকারি কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে কর্মকর্তা-কর্মচারীদের যোগ দেওয়ার নির্দেশনা দিয়েছে। এর আগে করোনা প্রাদুর্ভাবের কারণে সকল কর্মক্ষেত্রে উপস্থিতি স্থগিত ছিলো।

অন্যদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা ভ্যাকসিন না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে দূরশিক্ষণ ও ভার্চুয়াল শিক্ষা পদ্ধতি অব্যাহত থাকবে। অভ্যান্তরীণ রুটে ফ্লাইট চলাচল করলেও, আন্তর্জাতিক রুটে এখনও ফ্লাইট চলাচলের ঘোষণা দেয়নি সৌদি প্রশাসন। তবে, বিশেষ ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ