মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :

মসজিদ জ্বালিয়ে দিতে চেয়েছিলাম: ব্রেন্টন ট্যারেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুধু হত্যা নয়, মসজিদ জ্বালিয়ে দেয়ার ইচ্ছা ছিল। আদালতে এমন দাবি করেছেন নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্ট।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, গত বছরের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নামাজ আদায়ের সময় গুলি করে কমপক্ষে ৫১ জন মুসল্লিকে হত্যা করেন ট্যারেন্ট। মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর এই অস্ট্রেলীয় সন্ত্রাসী তার চালানো হামলা ফেসবুকে সরাসরি সম্প্রচার করে।

এ ঘটনায় নিউজিল্যান্ডের আদালতে আজ সোমবার তার বিরুদ্ধে শাস্তি ঘোষণার শুনানি শুরু হয়েছে। ওই হামলা থেকে বেঁচে থাকা ব্যক্তি ও নিহতদের স্বজনদের উপস্থিতিতে এই শুনানি হচ্ছে।

শুনানি চলাকালে ব্রেন্টন ট্যারেন্ট বলেন, ‘আমি নন-ইউরোপিয়ানদের মাঝে ভয় জাগাতে চেয়েছিলাম। ক্রাইস্টচার্চ মসজিদে হামলার আগে অন্যান্য মসজিদে হামলার পরিকল্পনাও করেছিলাম।’

আজ সকাল থেকে শুরু হয়ে চারদিন চলবে এই শুনানি। নারকীয় এ হত্যা মামলায় ব্রেন্টন ট্যারেন্টকে যাবজ্জীবন জেল দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ