মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :

ইরাকের কাছে ঘাঁটি হস্তান্তর, সব মার্কিন সেনা প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাম্প্রতিক সময়ে ইরাকে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অনেক বার রকেট হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে বার বার দাবি উঠেছে। এমনই প্রেক্ষাপটে দেশটির একটি ঘাঁটি থেকে সব মার্কিন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সেইসঙ্গে ঘাঁটিটির নিয়ন্ত্রণ ইরাকি বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে অবস্থিত এই ঘাঁটিটির নাম তাজি ঘাঁটি। এই ঘাঁটিকে লক্ষ্য করেই সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার রকেট হামলা চালিয়েছে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো।

তুর্কি সংবাদ সংস্থা আনাদলু বলছে, গতকাল রোববার তাজি ঘাঁটি ইরাকি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা এই ঘাঁটিতে ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতো। তবে এখন থেকে এটির নিয়ন্ত্রণ পুরোপুরি ইরাকি কর্তৃপক্ষের কাছেই থাকবে।

এদিকে, ঘাঁটি হস্তান্তর করার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে মার্কিন সেনাবাহিনী। দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে আরো বলা হয়, তাজি ঘাঁটিতে তাদের দুই হাজারের মতো সেনা ছিল। বেশিরভাগ সেনা ইতোমধ্যে ঘাঁটি ছেড়ে চলে গেছে। এখন ইরাকি নিরাপত্তাবাহিনীর কাছে ঘাঁটির সরঞ্জামাদি থেকে শুরু করে সবকিছু হস্তান্তর করা হবে। এর পর আগামী কয়েকদিনের মধ্যেই ঘাঁটির বাকি সেনারা চলে যাবে।

এ বিষয়ে ইরাকের জয়েন্ট অপারেশন্স কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল-খাফাজি বলেন, মার্কিন বাহিনী ঘাঁটিটির নিয়ন্ত্রণ তাদের কাছে হস্তান্তর করেছে। ওই ঘাঁটিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আমেরিকার সেনারা ইরাকি সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতো বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ