মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
শায়খে চরমোনাইয়ের এক আসনে প্রার্থী প্রত্যাহার জামায়াতের পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

তুরস্ক থেকে পেঁয়াজের দ্বিতীয় চালান আসছে কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্ক থেকে আকাশপথে আমদানি করা পেঁয়াজের দ্বিতীয় চালান ঢাকায় এসে পৌঁছাবে সোমবার (২৫ নভেম্বর)। দেশে চলমান পেঁয়াজের সংকট মোকাবিলায় তুরস্ক থেকে সমুদ্র ও আকাশপথে দুই হাজার ৫২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে সিটি গ্রুপ।

এর আগে শুক্রবার (২২ নভেম্বর) টার্কিশ এয়ারলাইনযোগে সিটি গ্রুপের আমদানিকৃত পেঁয়াজের প্রথম চালান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে তা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র কাছে হস্তান্তর করা হয়।

আমদানিকারক সূত্র জানিয়েছে, দেশে পেঁয়াজের চলমান সংকট ও মূল্যবৃদ্ধি রোধে সরকার এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সিটি গ্রুপ। এই নিত্যপণ্যটির চাহিদা মেটানোর লক্ষ্যে তুরস্ক থেকে সমুদ্র ও আকাশপথে পেঁয়াজ আমদানি শুরু করেছে সিটি গ্রুপ।

সূত্রে জানা গেছে, সংকট মোকাবিলায় সিটি গ্রুপ তুরস্ক থেকে প্রাথমিক পর্যায়ে দুই হাজার ৫২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে।

প্রসঙ্গত, আকাশপথে সিটি গ্রুপের আমদানি করা পেঁয়াজের প্রথম চালান (১০ মেট্রিকটন) টার্কিশ এয়ারলাইনযোগে ২২ নভেম্বর সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে তা টিসিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

দ্বিতীয় চালান বিমানযোগে বাংলাদেশে এসে পৌঁছাবে আগামীকাল সোমবার (২৫ নভেম্বর)। এই চালানেও ১০ মেট্রিকটন পেঁয়াজ আসার কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ